নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ //
সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের লাফাকোনা গ্রামের সমির উদ্দিনের ছেলে আমান উদ্দিন (৪৯) সৌদি আরবের ওমরা হজ পালন করতে গিয়ে নিখোঁজ হয়েছেন।
আমান উদ্দিনের ছোট ভাই রিয়াজ উদ্দিন জানান, ৬ আগস্ট আবুধাবি থেকে আমান উদ্দিন সৌদি আরব পৌঁছান। এরপর ৮ আগস্ট শুক্রবার ফজরের নামাজের পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। হারিয়ে যাওয়ার সময় তার বড় ভাই ইমাম উদ্দিন তার সঙ্গে ছিলেন।
জানানো হয়, কাবা ঘর তাওয়াফের এক পর্যায়ে আমান উদ্দিন অজানায় নিখোঁজ হন। তিনি কিছুটা অসুস্থ ছিলেন বলে জানা গেছে।
পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, যদি কেউ আমান উদ্দিনের কোনও সন্ধান পান, তবে নিচের নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য: ০৫৩৩০৫৬৮১১ ০৫৩২২৯৮৭৮৬

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন