বুলবুল আহমদ,
নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি:- গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামানকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে নবীগঞ্জের আউশকান্দিতে হত্যাকারীদের গ্রেফতার পূর্বক ফাঁসির দাবীতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদআছর ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ মধ্যবাজারে বিকাল সাড়ে ৫টায় নবীগঞ্জের সিনিয়র সাংবাদিক মো: ছাদিকুল ইসলামের সভাপতিত্বে ও জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি বুলবুল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই মোনাজাত করেন, হাফেজ ক্বারী হযরত মাওলানা গোলাম সারওয়ার কাদিরী খতিব দারুস সালাম জামে মসজিদ।
এতে, বক্তব্য রাখেন, অনলাই
ন প্রেসক্লাবের আহবায়ক ক্বারী আব্দুল কাইয়ুম, অগ্নিশিখা পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি ফরহাদুল ইসলাম, আহমদ নাফি, সুহেল আহমদ, রায়হান আহমেদ, এহিয়া আহমদ, উজ্জ্বল হোসেন, এ,বি,এম তালুকদার সহ সুশীল সমাজের আরো অনেকেই।
প্রতিবাদ সভায় উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন, দৈনিক প্রতিদিনের কাগজ পতিকার গাজিপুর প্রতিনিধি মো: আসাদুজ্জামান তুহিন চাঁদাবাজির একটি সংবাদ যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশ করায় সন্ত্রাসীরা উদ্দেশ্য প্রনোদিত ভাবে প্রকাশ্যে এই তুখোড় সাংবাদিককে নির্মমভাবে কুপিয়ে ক্ষতবিক্ষত করে হত্যা করে। যা খুবই দুঃখজনক ও হৃদয় বিদারক, যাহা দেশ ও জাতির জন্য কলংকজনক অধ্যায়, বক্তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপস্থিত সাধারণ জনতা আশংকা প্রকাশ করে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। চলছে অহরহ চাঁদাবাজী, ছিনতাই, ডাকাতি, ধর্ষন ও হত্যা সহ আইনশৃঙ্খলার সংকটাপন্ন অবস্থা বিরাজ করছে। আমরা প্রধান উপদেষ্টা ড. ইউনূস সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আইন শৃঙ্খলার দ্রুত উন্নয়নের জোর দাবী জানাচ্ছি। পরিশেষে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের গ্রেফতার করে কঠিন থেকে কটিনতর শাস্তি ফাঁসির দাবী জানান। এ প্রতিবাদ সমাবেশ থেকে সাংবাদিকগণ ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন, অপরাধীদের গ্রেফতার না করা হলে দেশ ব্যাপী সাংবাদিকরা বৃহত্তর আন্দোলনের ডাক দিবে৷ সাংবাদিকদের স্বাধীনতা আজ নেই বললেই চলে, আতঙ্কিত সাধারণ মানুষও৷ তাই অনতিবিলম্ব অপরাধীদের আইনের আওতায় আনতে সরকারের সুদৃষ্টি কামনা করছেন সচেতন নাগরিক সমাজ ও সাংবাদিক নেতৃবৃন্দ৷

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন