বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক নিরব। তার হাত ধরে এবার শোবিজে পথচলা শুরু করলেন নতুন মুখ ইভা চৌধুরী। ভাসাভি ফ্যাশন ব্র্যান্ডের নতুন কালেকশনের ফটোশুটে এবার তার সঙ্গী হয়েছেন নবাগত এই মডেল। তার স্বপ্ন অভিনয়ে নিজেকে নিয়মিত করা।
ভাসাভির শুভেচ্ছাদূত হিসেবে নিরব দীর্ঘদিন ধরে কাজ করছেন। এই ব্র্যান্ডের হয়ে তিনি এর আগে একাধিক জনপ্রিয় নায়িকা ও মডেলের সঙ্গে কাজ করলেও এবারই প্রথম অংশ নিলেন একেবারে নতুন মুখ ইভার সঙ্গে।
ফটোশুটের নির্দেশনায় ছিলেন খ্যাতিমান ফ্যাশন কোরিওগ্রাফার ইমু হাশমি। মেকআপ করেছেন পরিচিত মেকআপ আর্টিস্ট সাজ্জাদ হোসেন পিয়াস। নিরব ও ইভা এই শুটে হাজির হয়েছেন নানা কাটিং ও স্টাইলের আধুনিক পোশাকে।
নিরব বলেন, ‘আমি সাধারণত বাছাই করে কিছু ফ্যাশন প্রজেক্টে কাজ করি। তবে বাইফা ম্যাগাজিনের এই শুটটি আলাদা গুরুত্ব পেয়েছে আমার কাছে। ইভা নতুন হলেও অনেক সাবলীল এবং মনোযোগী। কাজ করলে সে শিগগিরই ভালো অবস্থানে পৌঁছাবে।’
প্রথম কাজেই এমন বড় মঞ্চে জায়গা পেয়ে আবেগাপ্লুত ইভা চৌধুরী। তিনি বলেন, ‘শোবিজে কাজ করার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই। ক্যারিয়ারের শুরুতেই নিরব ভাইয়ের মতো একজন বড় তারকার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি সত্যিই অভিভূত। সামনে ভালো প্রস্তাব পেলে অভিনয়েও নিয়মিত হতে চাই।’
ইভার স্বপ্ন ও আত্মবিশ্বাস জানান দিচ্ছে, শোবিজের আকাশে আরও একটি নতুন তারা জ্বলে উঠার অপেক্ষায়।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন