সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড
সুইজারল্যান্ডের জেনেভায় অবস্হিত বাংলাদেশের স্থায়ী মিশন, মিশনের মিলনায়তনে ৫ আগষ্ট ২০১৫ মঙ্গলবার সারা দিনব্যাপী এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে স্মরণ করেছে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই-আগস্ট ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানকে। একইসঙ্গে উদযাপন করা হয়েছে “জুলাই বিয়ন্ড বর্ডার্স” এবং “রেমিটেন্স যোদ্ধা দিবস” — যা প্রবাসী বাংলাদেশিদের অবদান এবং বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের তরুণ নেতৃত্বের উত্থানকে সম্মান জানায়। এতে অংশ নেন সুইজারল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী বাংলাদেশিরা ও কমিউনিটির বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।
ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা, সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোতে গুণগত পরিবর্তন এবং বৈষম্য দূরীকরণের লক্ষ্যে যারা অকাতরে জীবন দিয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং মাইলস্টোন ট্র্যাজিডির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে পবিত্র কোরান থেকে তেলোয়াত এবং মোনাজাত করেন মিশনের প্রাক্তন কর্মচারী জনাব আবু বকর মোল্লা।
প্রধান উপদেষ্টার প্রদত্ত বাণী পাঠ করে শোনান দূতালয়ের কাউন্সেলর জনাব ফজলে লোহানী বাবু। তিনি প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর একটি সার্বিক চিত্র তুলে ধরেন।
এরপর গণঅভ্যুত্থানের ওপর নির্মিত কয়েকটি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নির্বাচিত প্রামান্য ছবি প্রদর্শন করা হয়। এসব তথ্যচিত্রে ফ্যাসিবাদী শাসনের বিভিন্ন নির্যাতনের চিত্র তুলে ধরা হয়। এছাড়াও মিশনে চলছে গণঅভ্যুত্থানের নির্বাচিত ছবি প্রর্দশনী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জনাব জনাব সহিদুল আলম স্বপন, জনাব শাহদাত হুসাইন, জনাব রবিউল আউয়াল এবং জাতীয় নাগরিক পার্টি (NCP)এর পক্ষ থেকে ইউরো অঞ্চল তথা সুইজারল্যান্ডের কো-অর্ডিনেটর জনাব তাইজুল ইসলাম শামিম। জুলাই- আগষ্ট গণঅভ্যুত্থানের বিভিন্ন দিক এবং পটভূমি তুলে ধরে বক্তারা বলেন, ফ্যাসিবাদ প্রতিরোধে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান যেমন ইতিহাসে স্থান করে নিয়েছে, তেমনি বর্তমান প্রেক্ষাপটেও রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সকল শ্রেণির ঐক্যবদ্ধ এবং দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি জনাব তারেক মো. আরিফুল তার বক্তৃতায় বিদেশে বেড়ে ওঠা বাংলাদেশি তরুণদের দেশ গঠনে তাদের ভূমিকার প্রশংসা করেন। জুলাই‑আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রদূত বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান করেন। তিনি সুইজারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বৈষম্যবিরোধী আন্দোলনে অবদানের কথা উল্লেখ করে তাদের ভূয়সী প্রশংসা করেন। প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর গুরুত্ব সম্পর্কে সচেতনতা ও উৎসাহ সৃষ্টি করার আহ্বান জানিয়ে একটি ন্যায়বিচারভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়তে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সরকারের পক্ষথেকে সবাইকে ধন্যবাদ জানান।
গণঅভ্যুত্থানের স্মারক" অনুষ্ঠানে অংশগ্রহন করেন জেনেভা-ভিত্তিক বিভিন্ন দেশের কূটনীতিক, রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধিবৃন্দ
এছাড়াও সকালে মিশন প্রাঙ্গণে বাংলাদেশের স্থায়ী মিশন কর্তৃক আয়োজিত "২০২৪ সালের ছাত্র-নেতৃত্বাধীন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মারক" অনুষ্ঠানে অংশগ্রহন করেন জেনেভা-ভিত্তিক বিভিন্ন ৪০ টি দেশের কূটনীতিক, রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধিবৃন্দ। প্রদর্শনীতে ২০২৪ সালের ছাত্র-জনতার রক্তাক্ত গণজাগরণের স্মৃতি ও প্রেক্ষাপট উপস্থাপন করা হয়। রাজনৈতিক প্রেক্ষাপট, গণজাগরণ ও জনগণের অদম্য প্রত্যয় এ প্রদর্শনীর মূল বিষয়বস্তু হয়ে ওঠে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন