ইস্তাম্বুলে নতুন করে আলোচনা শুরু করেছে রাশিয়া ও ইউক্রেন। বুধবার রাশিয়ার প্রতিনিধিদলের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। প্রায় সাড়ে তিন বছর ধরে দুদেশের মধ্যে সংঘাত চলছে। খবর এএফপির।
ওই সূত্রটি জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদলের প্রধানরা দ্বিপাক্ষিক বৈঠক করছেন। এখনই এ বিষয়ে বিস্তারিত কিছু জানা সম্ভব হচ্ছে না। তবে বৈঠক শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে রাশিয়ার সঙ্গে নতুন দফায় শান্তি আলোচনার প্রস্তাব দেয় ইউক্রেন। গত মাসে দুদেশের মধ্যে আলোচনা স্থগিত হওয়ার পর নতুন করে মস্কোকে এই প্রস্তাব দিয়েছিল কিয়েভ।
জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতি অর্জনের জন্য সবকিছু করা উচিত। রাশিয়ার সিদ্ধান্ত থেকে দূরে সরে থাকা উচিত নয়।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকের জন্য নিজের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন জেলেনস্কি। সে সময় তিনি বলেন, স্থায়ী শান্তি নিশ্চিত করার জন্য নেতৃত্ব পর্যায়ে একটি বৈঠকের প্রয়োজন। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি
ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী উমেরভকে গত সপ্তাহে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং আলোচনায় আরও গতি আনার দায়িত্ব দেওয়া হয়েছে।
চলতি বছরের শুরুতে তুরস্কে অনুষ্ঠিত দুটি পূর্ববর্তী আলোচনায় তিনি তার দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন। সেখানে বন্দী ও সৈন্যদের মরদেহ বিনিময়ের চুক্তি ছাড়া আর কিছুই হয়নি।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন