বেলিংহ্যামের অস্ত্রোপচার আজ, কতদিন মাঠের বাইরে থাকবেন রিয়াল তারকা

gbn

চোট পেয়েছিলেন ২০২৩ সালে। ভেবেছিলেন অস্ত্রোপচার না করলেও সমস্যা হবে না, সাধারণ প্রক্রিয়ার মাধ্যমেই সেরে উঠবেন। সেরে উঠেছিলেনও। তবে সমস্যা একেবারে সমাধান হয়নি। জুড বেলিংহ্যামের অস্বস্তি থেকেই গেল।

যে কারণে শেষমেশ ছুরি-কাঁচির নিচে যেতেই হচ্ছে রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারকে। আজ বুধবার লন্ডনে বাঁ কাঁধে অস্ত্রোপচার করাবেন ইংলিশ তারকা। ইএসপিএনকে একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

 

রিয়াল ভক্তদের মনে প্রশ্ন, কতদিন ইংল্যান্ডের এই আন্তর্জাতিক ফুটবলার মাঠে বাইরে চলে যাচ্ছেন? সুনির্দিষ্ট করে দিনক্ষণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১২ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন এই তারকা।

২০২৩ সালের নভেম্বরে রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচ চলাকালীন কাঁধে চোট পান বেলিংহ্যাম। এরপর পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে মাঠে থাকার সিদ্ধান্ত নিলেও পুরোপুরি সুস্থ হতে পারেননি।

 

গত মাসে পাচুকার বিপক্ষে ৩-১ গোলে জয়ের পর অস্ত্রোপচারের সিদ্ধান্তের কথা জানান রিয়ালের হয়ে ক্লাব বিশ্বকাপে সবগুলো ম্যাচে শুরুর একাদশে থাকা বেলিংহ্যাম।

তিনি বলেন, ‘টুর্নামেন্টের পর অস্ত্রোপচার করাবো। এই গরমে ব্রেস পরে খেলা সত্যিই কষ্টকর হয়ে গেছে। আগের মত স্বাভাবিক কাঁধ ফিরে পাওয়া দারুণ হবে, তাই আমি এই অপারেশনের জন্য বেশ আগ্রহী।’

২০২৩ সালের গ্রীষ্মে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে রিয়ালে যোগ দেন বেলিংহ্যাম। প্রথম মৌসুমেই দলকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

 

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮ ম্যাচে ১৫টি করে গোল ও অ্যাসিস্ট করেন ইংলিশ মিডফিল্ডার।

নতুন কোচ জাবি আলোনসোর অধীনে আগামী ১৯ আগস্ট ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার ২০২৫-২০২৬ মৌসুম শুরু করবে রিয়াল।

বেলিংহ্যাম আগামী অক্টোবরের শুরুতে দলে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রায় আটটি লিগ ম্যাচ এবং চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের শুরুর দিকের ম্যাচগুলো মিস করবেন তিনি।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন