জুলাই-আগষ্ট ছাত্রজনতা হ ত্যা কারীদের বিচার নিশ্চিত করতে হবে: শাহীনূর পাশা

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

জুলাই-আগষ্ট বিপ্লবের একবছর পূর্তি উপলক্ষ্যে মাসব্যাপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহীদানের দরজা বুলন্দি ও আহতদের সুস্থতা কামনা করে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১১ জুলাই) বাদ জুময়া নগরীর কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

শাখা সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা, জেলা সভাপতি শায়খ মাওলানা ইকবাল হুসাইন।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- মহানগর সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা সানাউল্লাহ, মাওলানা কমর উদ্দিন, সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা পীর আব্দুল জব্বার, সিলেট জেলা শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসী মাওলানা মুৃহিবুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক ডাঃ মোস্তফা আহমদ আজাদ, মুহাম্মদ আব্দুল গাফফার, জামেয়া দারুল কোরআনের সিনিয়র শিক্ষক মুফতি আলী আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, হাফিজ ফয়েজ আহমদ, মাওলানা আব্দুল মান্নান আজাদ চৌধুরী, মাওলানা ফয়জুননুর, হাফিজ সিরাজ উদ্দিন, হাফিজ রিয়াজ আল মামুন, মাওলানা আমিন আহমদ রাজু, অধ্যক্ষ বদরুল আলম, মাওলানা আব্দুস সালাম, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা জাকারিয়া, মোঃ তাজুল ইসলাম, আবুল কালাম, সিকন্দর আলী, শাব্বির আহমদ, সুলতান আহমদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জেলা সহ-সভাপতি আবু তাহের মিসবাহ প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্রজনতার ওপর গুলি চালানোদের বিচার নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী দেশে বাহিরে থেকেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জুলাই সনদের মাধ্যমে শহীদদের মর্যাদা ও আত্মত্যাগ নিশ্চিত করতে হবে। জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের কাঙ্ক্ষিত সংস্কার নিশ্চিত করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে।”

 

পরিশেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর ও জুলাই-আগষ্ট বিপ্লবের শহীদানের দরজা  বুলন্দি ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।
 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন