জিবি নিউজ প্রতিনিধি//
সিলেটে করোনায় সুসংবাদ থাকলেও শঙ্কা জাগাচ্ছে ডেঙ্গু।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও দু’জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
গত ১ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে মোট ৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৪ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
এদের মধ্যে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিৎিসাধীন ১, মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন ২ ও হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি রয়েছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেটে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। এসময়ে মোট ২০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। আর ১ জানুয়ারি থেকে ৯ জুলাই পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৫৫৪ জনকে। এদের মধ্যে শনাক্ত হয়েছে ২৮ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে দু’জনের।
অপর ২৬ জনের মধ্যে মাত্র ১ জন হাসপাতালে ভর্তি আছেন। তিনি চিকিৎসা নিচ্ছেন সিলেটের শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। অন্যরা নিজ দায়িত্বে নিজের বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন