জিবি নিউজ প্রতিনিধি//
সিলেটে গত কয়েকদিন থেকে পণ্য পরিবহণ ধর্মঘট চললেও মঙ্গলবার থেকে জোরালোভাবে সবরকমের পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। একদিকে যেমন হাঁকডাক দিয়ে জেলাজুড়ে পরিবহন ধর্মঘট পালনে প্রস্তুত মালিক-শ্রমিকদের সংগঠন, ঠিক তার বিপরীতে ট্যাক্সিকার মালিক সমিতির নেতৃবৃন্দ ধর্মঘটের সাথে তাদের সম্পৃক্ততা নেই বলে সোমবার গণমাধ্যমে সংবাদ প্রেরণ করেছেন।
সোমবার (৭ জুলাই) সিলেটে সংবাদ সম্মেলন করে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দেয় সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্যপরিষদ।
আবার অন্যদিকে একই দিনে সিলেট বিআরটিএ অফিসের সামনে ধর্মঘটের সাথে সম্পৃক্ততা নেই জানিয়ে একসভা করে সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতি (রেজি নং চট্ট- ২৭৮৫)।
জানা যায়, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্যপরিষদের সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি উত্থাপন করে তারা সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দেয়। এসময় বক্তারা বলেন, ‘সিলেটের গণপরিবহণ-পণ্যপরিবহণ ও পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিকরা ফ্যাসিস্ট সরকারের আমল থেকেই বিভিন্নভাবে বঞ্চিত অবহেলিত। আওয়ামী সরকারের মদদপুষ্ট একটি শক্তিশালী সিন্ডিকেটের রোষানলে পড়ে সিলেটের কোটি মানুষের নেমে আসে অবর্ননীয় দুর্ভোগ। ২০১৮ সালে বন্ধ করে দেওয়া হয় সিলেটের সব পাথর কোয়ারী। বর্তমানে লাখ লাখ কর্মহীন মানুষের কারণে সিলেটে দুর্ভিক্ষাবস্থা বিরাজ করছে এ অঞ্চলে। অন্যদিকে রিজার্ভের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বিদেশ থেকে পাথর আমদানি করা হচ্ছে। তারা পাথর কোয়ারি খোলে দেওয়ার দাবিতে বারবার আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু ৫ আগস্টের পরেও তারা জুলুম নির্যাতন ষড়যন্ত্র থেকে রেহাই পাননি।’ এসব কারণে সিলেট জেলা সড়ক পরিবহণ বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস, ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান, সিএনজি, ইমা-লেগুনা ও পাথর সংশ্লিষ্ট মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ৬ দফা দাবিতে মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সিলেট জেলাজুড়ে পরিবহণ কর্মবিরতি (ধর্মঘট) আহ্বান করেছেন।
আবার অন্যদিকে, সিলেট বিআরটিএ অফিসের সামনে ধর্মঘটের সাথে সম্পৃক্ততা নেই জানিয়ে একটি সভা করে সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতি (রেজি নং চট্ট- ২৭৮৫)। সভায় নেতৃবৃন্দরা বলেন, ‘সিলেট জেলা পরিবহন মালিক-শ্রমিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের সাথে সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির কোন সম্পৃক্ততা নেই। ধর্মঘটের বিষয়ে আমরা অবগত নয়। বক্তারা সিলেট জেলায় যাত্রীদের সেবা দিতে সিলেট জেলায় সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার চালানোর জন্য শ্রমিক নেতৃবৃন্দদের প্রতি আহ্বান জানান।’
সিলেট জেলা সড়ক পরিবহণ বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার থেকে সিলেটে কোনো পরিবহণ চলবে না। সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্যপরিষদ ৬ দফা দাবিতে মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সিলেট জেলাজুড়ে পরিবহণ কর্মবিরতি (ধর্মঘট) আহ্বান করেছে। আমরা এই ধর্মঘট পালন করবো।’
সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জামিল আহমেদ লিটন বলেন, ‘আমরা এই ধর্মঘটের বিষয়ে অবগত নেই। সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্যপরিষদ কি কারণে এই ধর্মঘটের ডাক দিয়েছে তা আমরা জানি না। তাদের উচিৎ ছিল আমাদেরকে অবগত করা কিংবা আমাদের মতামত নেওয়া। তাই আমরা বিষয়টি অবহিত নয় বলে আমরা এই ধর্মঘটের সাথে নেই। মঙ্গলবার আমাদের সব গাড়ি রাস্তায় চলবে।’

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন