অধ্যাপক ড.মুহামমদ সাইফুল্লাহ ভুইয়ার পরলোক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ডঃ মুহাম্মদ সাইফুল্লাহ ভূঁইয়া আর আমাদের মধ্যে নেই।হাকিকুল ইসলাম খোকন ,মোঃ নাসির |
অধ্যাপক ড.এম সাইফুল্লাহ ভূঁইয়ার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। অধ্যাপক এম সাইফুল্লাহ ভূঁইয়ার দুই মেয়ে ও এক ছেলে রেখে গিয়েছেন। তাঁর স্ত্রী ২০০৬ সালে প্রয়াত হয়েছেন। তাঁর বড় ছেলে শাহরিয়ার ভূঁইয়া কানাডায় এবং বড় মেয়ে শারমিন সুলতানা আমেরিকায় বাস করেন। ছোট মেয়ে আইরিন সুলতানা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক। ত্রদিকে তার মৃতুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপচার্য দঅধ্যাপক ড.মীজানুর রহমান বলেন ,মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পৃথক এক শোক বার্তায় বলেন সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, এবং সাংবাদিক মো: নাসির, নিউজার্সি, আমেরিকা থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।