ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহের ভালুকায় নৌকা ডুবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক
অমিত কুমার রায়সহ দুইজন নিখোঁজের ঘটনায় তাদের মধ্যে তানভীর নামে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
জানাযায়, ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের নৌকা ভ্রমনকালে বালু বোঝাই ট্রলারের ধাক্কায় নৌকা ডুবে ডাঃ অমিত কুমার রায় (৩৯)(বিসিএস) সহ দুই জন নিখোঁজ হয়।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের ডুবুরী দল খোঁজাখুঁজি করে উপজেলা ঝালপাজা গ্রামের তানভীরের লাশ উদ্ধার করে।বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডাঃ মাহফুজা বেগম।
মঙ্গলবার(১৭ আগষ্ট) রাত সাড়ে আটটার দিকে উপজেলার রাজৈ ইউনিয়নের উড়াহাটি এলাকায় ক্ষিরু নদীতে বালু ভর্তি ট্রলারের ধাক্কা লেগে ভ্রমনকারীদের বহনকারী নৌকাটি ডুবে যায়, এতে ডাঃ অমিত কুমার রায় ও বন্ধু মাল্টিমিডিয়ার তানভীরসহ দুইজন নিখোঁজ হন।
রাজৈ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা জানান, বালু বোঝাই ট্রলারের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় দুইজন নিখোঁজের খবর পেয়েছি। তাদের উদ্ধারের জন্য ভালুকা ফায়র সার্ভিস কাজ করছে এবং ময়মনসিংহ থেকে ডুবুরি দল আসছে। এ ঘটনায় বালু বোঝাই কয়েকটি ট্রলার আটকে রাখা হয়েছে কিন্তু কোন ট্রলারটি ধাক্কা দিয়েছে সেটি এখনো নিশ্চিত জানা যায়নি।
খবর পেয়ে স্থানীয় সাংসদ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন