ছাতক থেকে সংবাদদাতা
ছাতকে ২৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ ও নম্বর বিহীন সিএনজি অটো-রিকশাসহ চালকে পুলিশ গ্রেফতার করেছে। সে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের কাঠলিপাড়া গ্রামের মৃত সুধীর দেবের ছেলে তপন দেব (২৪)। রোববার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ-বসন্তপুর সড়কের সাদা পুলের মুখ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ছাতক থানা পুলিশের উপ-পরিদর্শক মহিন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের গোবিন্দগঞ্জ-বসন্তপুর রাস্তার সাদা পুলেরমুখ এলাকা থেকে তিনি নম্বরবিহীন সিএনজি অটো-রিকশায় মদসহ চালক তপন দেবকে আটক করতে সক্ষম হন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল ও আব্দুল কুদ্দুছ নামের দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন