স্বাদ বা গন্ধ পাচ্ছেন না? নিজেকে বিচ্ছিন্ন রাখুন

জিবিনিউজ২৪.কম ||
হঠাৎ করে স্বাদ বা গন্ধ না পাওয়াকে করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার লক্ষণ হিসেবে সরকারীভাবে চিহ্নিত করা হয়েছে।
যদি আপনি কিংবা আপনার পরিবারের কেউ এই উপসর্গ বোধ করেন অর্থাৎ স্বাদ বা গন্ধ না পান, অথবা নতুন করে ক্রমাগত কাশি বা জ্বর হয়, তাহলে ভাইরাসের ছড়িয়ে পড়া বন্ধ করার স্বার্থে সরকারের সেল্ফ-আইসোলেশন বা স্ব-বিচ্ছিন্ন থাকার নির্দেশনা অনুযায়ি নিজের ঘরেই আইসোলেশনে থাকুন।
এর অর্থ হলো, যদি কাশি কিংবা গন্ধ পাওয়ার প্রবণতা হ্রাস পাওয়ার লক্ষণ ছাড়া অন্য উপসর্গ থেকে থাকে, তাহলে আপনাকে সাত দিন কিংবা তারও বেশি দিন বাড়িতে অবস্থান করা উচিত। যদি আপনার সাথে আর কেউ বসবাস করে থাকে, তাহলে তাদেরকেও ঘরে থাকা এবং ১৪ দিনের জন্য স্ব-বিচ্ছিন্ন থাকা উচিত।