যুক্তরাজ্যে শুধু বৃদ্ধরা মারা যাচ্ছেন ভেবেই কোভিড নিষেধাজ্ঞা বাড়াতে চাননি জনসন?

gbn

জিবি নিউজ ডেস্ক ।।

যুক্তরাজ্যে করোনা আক্রান্ত হয়ে মূলত ৮০ বছরের বেশি বয়সীরাই মারা যাচ্ছেন বলে ভেবেছিলেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। একারণেই নাকি তিনি কোভিড নিষেধাজ্ঞা বাড়াতে অনিচ্ছুক ছিলেন। এমন বিস্ফোরক দাবি করেছেন জনসনের সাবেক প্রধান উপদেষ্টা ডমিনিক কামিংস।

মঙ্গলবার (২০ জুলাই) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটিতে দেওয়া একটি একান্ত সাক্ষাৎকারে কামিংস এসব বলেছেন বলে উল্লেখ করা হয়েছে। নিজের রাজনৈতিক জীবনে এই প্রথম একক টিভি সাক্ষাৎকার দিয়েছেন এই সাবেক উপদেষ্টা। তবে এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রতিবেদনে বলা হয়, কামিংস দাবি করেছেন, করোনার আঘাতে অর্থনীতি ধ্বংস হয়ে যাওয়ার বদলে রোগটি ব্রিটেন জুড়ে বয়ে যাক এমনই চেয়েছিলেন জনসন। এমনকি মহামারির শুরুর দিকে ব্রিটিশ রানি এলিজাবেথের সঙ্গে নিয়মিত মুখোমুখি সাপ্তাহিক সাক্ষাতও চালিয়ে যেতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী। পরে কামিংসই তাকে সতর্ক করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন