সিলেটের পিবিআইয়ের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামানের সাথে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবীদের সংগঠন প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ জুন মঙ্গলবার সিলেটে পিবিআই কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী এ এম আশিক, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী, সাংবাদিক হোসাইন আহমদ সুজাদ, মোঃ আব্বাস উদ্দিন, মোঃ আফজল মিয়া।
মতবিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, প্রবাসীরা দেশে আসলে বিভিন্ন সময়ে অনেকেই বিভিন্ন মহলের হয়রানির শিকার হন। হয়রানীর শিকার হলে তারা যাতে ন্যায় বিচার পান এবং অপরাধীরা যাতে শাস্তি পায় সেদিকে আরও বেশি নজর দেবার অনুরোধ জানান। তারা যুক্তরাজ্যে বাঙ্গালী সংস্কৃতির লালন ও উৎকর্ষ সাধনে প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিচালনার বর্ণনা দেন।
পুলিশ সুপার তাদের বক্তব্য গুরুত্ব সহকারে শুনেন এবং প্রবাসীদের বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রমের প্রশংসা করেন। প্রবাসীরা যে কোন সময় যে কোন ধরনের সমস্যার সম্মুখিন হলে আইনের আশ্রয় নেবার ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সাথে সরাসরি যোগাযোগের অনুরোধ জানান তিনি।
মতবিনিময় শেষে সংগঠনের পক্ষ থেকে সভাপতি এ এম আশিকের নেতৃত্বে পুলিশ সুপার (পিবিআই) মুহাম্মদ খালেদ-উজ-জামানকে শুভেচ্ছা ক্রেস্ট উপহার দেয়া হয়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন