লন্ডনে ৩ শিশু সন্তান নিয়ে বাবা নিখোঁজ: এ পর্যন্ত আটক ১২

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

লন্ডনে এক সপ্তাহের বেশি সময় ধরে ৩ শিশু সন্তানসহ বাবা নিখোঁজ রয়েছেন। পুলিশ বলছে ফস্টার কেয়ারারকে ছুরি ঠেকিয়ে নিজের তিন সন্তানকে নিয়ে পালিয়েছে যান এই বাবা। তাকে পাকড়াও করতে প্রায় ১০০ পুলিশ অফিসার তল্লাশি চালাচ্ছ।

এ পর্যন্ত মোট ১২জনকে আটক করেছে পুলিশ। সর্বশেষ যে ৪জনকে আটক করা হয়েছে তাদের বয়স ২১ থেকে ৪১ বছর।

মেট পুলিশ জানিয়েছে, গত ২০ অগাস্ট সাউথ লন্ডনের কল্সডনে ফস্টারের বাড়ি থেকে কেয়ারারকে ছুরি ঠেকিয়ে ৬ বছর বয়সী মোহাম্মদ বিলাল, ৫ বছর বয়সী মোহাম্মদ ইবরার এবং ৩ বছর বয়সী মোহাম্মদ ইয়াসেরকে নিয়ে যান তাদের বাবা ২৬ বছর বয়সী ইমরান সাফি।

এ ঘটনার পর ঐ এলাকা থেকে লাল রংয়ের একটি নিসান গাড়ি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে এ গাড়ি ব্যবহার করে শিশুদের উঠিয়ে এনেছেন তাদের বাবা।

ইমরান সাফি আফগান অরিজিন। ফস্টার হোমে নিজের সন্তানদের সঙ্গে দেখা করার আইনত অধিকার নেই তার। এই হোমের ঠিকানাও তার জানার কথা নয়।

এ ঘটনাক সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে আটজনকে গ্রেফতারের পর জামিনে মুক্তি দিয়েছে পুলিশ। তবে ২০ অগাস্টের পর থেকে এখন পর্যন্ত তিন সন্তানসহ ইমরান সাফির সন্ধান পাচ্ছে না পুলিশ। বৃহস্পতিবার তিন শিশুসহ বাবার ছবি সংবাদ মাধ্যমে প্রকাশ করে পাবলিকের সহযোগিতা কামনা করেছে মেট পুলিশ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন