সাকিবের পর মাশরাফিও, শেষ পর্যন্ত সব ‘গোমর ফাঁস’

  জিবিনিউজ 24 ডেস্ক //

মনে আছে সেদিনের কথা? যেদিন ওয়ানডে সিরিজ শেষে প্রথম টি-টোয়েন্টিতে টস করতে গিয়ে হঠাৎই তখনকার অধিনায়ক মাশরাফি জানান তিনি সেদিনের পর থেকে আর্ন্তজাতিক টি-টোয়োন্টি ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন।

কিন্তু হুট করে মাশরাফির কেন এমন সিদ্ধান্ত? একের পর এক জট খোলার চেষ্টা হলেও সে কথা খোলসা কখনও করেননি মাশরাফি। অবশেষে এটি নিয়ে কিছুটা মুখ খুলেছেন ম্যাশ।

 

ওই সিরিজে অবসর না নিয়ে উপায় ছিল না মাশরাফির। এমনটাই জানিয়েছেন তিনি। মাশরাফি বলেন, 'ওইখানেও কিন্তু আমাকে করতেই হতো, এমন পরিস্থিতিই তৈরি হয়েছিল যে আমাকে করতেই হতো। নিতে হয়েছে, বিস্তারিত যাবো না। আমি কার থেকে সহযোগিতা পেয়েছি দেখান তো আমার টাইমে।

২০১১ বিশ্বকাপে ইনজুরিতে পড়ে ডাক্তার ক্লিয়ারেন্স দেয়ার পরও আমাকে দলে নেয়া হয়নি। ২০১৭ সালে যখন অবসরে গেলাম তখন আমার পাশে কেউ ছিল না দেশের মানুষ ছাড়া।'

মাশরাফির দাবি, শ্রীলঙ্কার সেই সফরে টিম হোটেলে ওঠার পর তাকে একদমই সময় দেয়নি টিম ম্যানেজমেন্ট। কোন ধরনের ফ্রেশ বা চেঞ্জ করবার আগেই মাশরাফিকে নিয়ে বৈঠকে বসে যান বোর্ডের অনেকে যেখানে মাশরাফি বুঝে যান তিনি হয়ে গেছেন ব্রাত্য। তিনি বলেন, 'আমি যখন শ্রীলঙ্কায় পা রেখে হোটেলে যাই, আমি তখনও ট্রাভেল স্যুটও খুলিনি তখনই নিচে আমার সঙ্গে বৈঠকে বসে।

ওই বৈঠকের পরই আমি ভাবি যে, কিছু একটা গোলমাল আছে। আমি সবসময় বলে আসতাম আমরা সিদ্ধান্তগুলো কিন্তু হুট করেই হবে। আমি যখন বুঝতে পেরেছি সবার বিপরীতে থাকার প্রয়োজন নাই।'

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন