জিবিনিউজ 24 ডেস্ক //
ভালোবাসা দিবস উপলক্ষে নতুন করে আলোচনায় আলোচিত অভিনেত্রী শ্রাবন্তীপুত্র অভিমন্যু চট্টোপাধ্যায় (ঝিনুক)। প্রেমিকা ইস্যুতেই আলোচনায় তিনি।
১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে নিজের ইনস্টাগ্রামে প্রেমিক ঝিনুকের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন দামিনী। ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসাটা আমাদের সঙ্গে ভালো মানায়, মিষ্টি লাগে’।
শেয়ার করা ছবিতে কালো লেদার টপ এবং জিনসের সঙ্গে গোলাপ হাতে দেখা গেছে দামিনীকে। তার পেছনে কালো টি-শার্ট এবং ডেনিম পরে আনমনে দাঁড়িয়ে আছেন ঝিনুক।
ইনস্টাগ্রামে এ পোস্টে ইতিবাচক এবং নেতিবাচক মন্তব্য লক্ষ করা গেছে। নেটিজেনদের কেউ কেউ এ জুটিকে ভালোবাসা দিলেও কটাক্ষ করেছেন অনেকে। তবে কমেন্টস বক্সে চোখ আটকে যায় শ্রাবন্তীর মন্তব্য দেখে।
ঝিনুকের মা শ্রাবন্তী দামিনীর ওই পোস্টে লাভ রিয়েক্ট দিয়েছেন। পাল্টা জবাবে প্রেমিকের মাকেও ভালোবাসা দিয়েছেন দামিনী। সবমিলিয়ে বেশ জমে উঠেছে তাদের রসায়ন। এমনটাই মনে করছেন টালিপাড়ার অনেকে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন