সালমান-ক্যাটরিনার জীবনে 'ভিলেন' ইমরান হাসমি?

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

সালমান খান, ক্যাটরিনা কাইফের জীবনে এবার ভিলেন হয়ে আসছেন ইমরান হাসমি। কি অবাক লাগছে শুনতে? বিষয়টি খোলসা করেই বলা যাক তাহলে। জানা যাচ্ছে, এবার আসতে চলেছে টাইগার পার্ট থ্রি। এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়র পর এবার টাইগার পার্ট থ্রি আনতে চলেছে প্রযোজনা সংস্থা।

টাইগার থ্রি-তেও দেখা যাবে সালমান খান এবং ক্যাটরিনা কাইফকে। সালমান-ক্যাটরিনার ওই ছবিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে ইমরান হাসমিকে।

 

টাইগার থ্রি দিয়েই সালমান খান এবং ইমরান হাসমি একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। ফলে অনুরাগীরা বেশ উচ্ছ্বসিত। প্রসঙ্গত এক থা টাইগারে সালমান, ক্যাটরিনা পাশে ভিলেন হিসেবে দেখা যায় গভি চাহালকে। টাইগার জিন্দা হ্যায়-তে ভিলেন হন সাজ্জাদ ডেলাফ্রজ। এবার পার্ট থ্রিতে দেখা যাবে ইমরান হাসমিকে।

আগামী মার্চ মাস থেকেই টাইগার পার্ট থ্রির শ্যুটিং শুরু করবেন সালমান খান। করোনারভাইরাসের জেরে এই মুহূর্তে মধ্য প্রাচ্যে শ্যুটিং করা যাচ্ছে না। সেই কারণে টাইগার পার্ট থ্রির শ্যুটিংয়ে বেশ কিছুটা দেরি হচ্ছে বলে শোনা যায়।

এদিকে বর্তমানে অন্তিমের শ্যুটিংও করছেন সলমন খান। এই সিনেমায় আয়ূষ শর্মার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সালমান। রাধের শ্যুটিং শেষ হওয়ার পরই অন্তিমের শ্যুট শুরু করেন সালমান। রাধে-তে দিশা পাটানির সঙ্গে দেখা যাবে সালমানকে।

তবে রাধে বা অন্তিম মুক্তি পাবে কবে, সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। ছবির পাশাপাশি সলমন বর্তমানে বিগ বস ১৪-র শ্যুটিংও শুরু করেছেন। যদিও আর কয়েক সপ্তাহের মধ্যেই বিগ বস ১৪-র শ্যুট সালমান শেষ করে ফেলতে পারবেন বলে জানা যাচ্ছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন