সজল-সারিকার ‘জুতা চরণ বাবু’

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল নিয়মিত নাটকে অভিনয় করছেন। অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিন বিরতি ভেঙে ফের নাটকে ব্যস্ত হয়েছেন। সম্প্রতি সজল-সারিকা জুটি বেঁধে অভিনয় করেছেন ‘জুতা চরণ বাবু’ শিরোনামের একটি টেলিফিল্মে। এটি নির্মাণ করেছেন মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস।

এতে আরো অভিনয় করেছেন সিরাজুল ইসলাম, মিলি বাসার, মুনতাহা এমিলা, ড. হিরা, লিটন খন্দকার, অনিক হুমায়ন, জি সি রাজিব, খলিল, আকাশ, তন্ময়।

 

নির্মাতা জানান, খুব শিগগিরই টেলিফিল্মটি চ্যানেল আইতে প্রচার হবে।

সজল বলেন, আলিফ খুব গরীব ঘরের মেধাবী সন্তান, উচ্চ শিক্ষিত। ভাগ্য গুণে সে কোন চাকরি পাইনি। চাকরির বয়সও শেষ হয়ে এসেছে। শিক্ষিত হওয়ার কারণে সে এলাকার ছোট খাটো দিন মুজরির কাজ করতে পারে না। করেনি যে এমনটি নয়, অনেকবার দিন মুজরির কাজ করেছে। কিন্তু তাতে সামালোচক মহল খুবই ঈর্শান্বিত করেছে। আঙ্গুল তুলে অবজ্ঞা করেছে এবং হেসেছে। তাই মান সম্মান এবং মা-বাবা কে সুখি রাখার নিম্বিত্বে ঢাকা শহরের উদ্দেশ্য রওনা দিয়েছে আলিফ। আমাদের গল্পটি এখান থেকে শুরু।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন