রুশ অক্টোবর বিল্পবের শতবর্ষ কমিটির আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে কবিতা পাঠ ও গণসঙ্গীত অনুষ্ঠিত

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ||
‘ব্যক্তি মালিকানার পৃথিবীকে বদলে দিয়ে সামাজিক মালিকানার মানবিক বিশ্ব গড়ে তুলুন’- শ্লোগাণে রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জে কবিতা পাঠ ও গণসঙ্গীতের আয়োজন করে অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন কমিটি, চাঁপাইনবাবগঞ্জ। এতে অংশ নেন বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের সাধারণ পাঠাগার চত্তরে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির সদস্য সচিব আ্যাড.আবু হাসিব। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নওগা জেলার সমন্বয়ক জয়নাল আবেদীন। কবিতা আবৃত্তি করেন লেখক আজিজুর রহমান, সাংস্কৃতিক কর্মী খাইরুল আলম,মারিয়া হাসান, জেলা উদীচী সভাপতি মো.কামরুজ্জামান,সদস্য গোলাম মাওলা প্রমূখ। লালন সঙ্গীত পরিবেশন করেন সাব্বির আহমেদ। একক গান পরিবেশন করেন জুয়েল বাবু,বর্ষা প্রমূখ।