মিউজিক ভিডিওতে আঁচল

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা আঁচল আঁখি। কয়েকটি সিনেমার কাজ চলছে তার। এরইমধ্যে ‘চিতকার’, ‘আয়না’, ‘কর্পোরেট’, ‘কাজের ছেলে’ ছবির কাজ শেষ করেছেন। নির্মাণাধীন ‘যমজ ভুতের গল্প’ সহ বেশ কয়েকটি ছবি। তবে নতুন খবর হচ্ছে মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আঁচল।

সৈয়দ অমি’র কন্ঠে ‘ও জান রে’ শিরোনামের গানটিতে দেখা যাবে তাকে। আঁচলের বিপরীতে মডেল হয়েছেন শিল্পী নিজেই। সিনেমার আদলে নির্মিত মিউজিক ভিডিওতে আরও রয়েছেন সীমান্ত, রাজু সরকার, তারেক তুহিন, শম্পা নিজাম। তারিফ তুহিনের কথা ও সুরে সঙ্গীত আয়োজনে ছিলেন রামু বিপ্লব। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন অন্তর হাসান। মঙ্গলবার পুরান ঢাকায় গানচিত্রটি দৃশ্য ধারণ হয়। জি-সিরিজ এর ব্যানারে খুব শীঘ্রই এটি মুক্তি পাবে।

 

মিউজিক ভিডিওটি নিয়ে উচ্ছ্বসিত আঁচল। তিনি বলেন, ‘ও জান রে’ ভিন্ন ধাঁচের একটি মিউজিক ভিডিও। এটি দেখলে দর্শকরা সিনেমার স্বাদ পাবে, সিনেমার আদলে মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে। এ রকম মিউজিক ভিডিও খুব কমই হয়। তাছাড়া গানটি খুব পছন্দ হয়েছে। মিউজিক ভিডিওটি নিয়ে অনেক আশাবাদী।

দীর্ঘ বিরতি শেষে মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ সিনেমা দিয়ে চলতি বছর শুরু করেন আঁচল। এরপর একে একে নতুন কয়েকটি সিনেমায় যুক্ত হন। এরইমধ্যে আরো নতুন কয়েকটি ছবির কথা হয়েছে। এখন কিছু না জানালেও নতুন বছরের চমক হিসেবে রেখেছেন তিনি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন