জিবিনিউজ 24 ডেস্ক //
রণবীর কাপুরের সঙ্গে কবে সাতপাকে বাঁধা পড়ছেন আলিয়া ভাট! যা নিয়ে ইতিমধ্যেই সরগরম বলিউড। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন আলিয়া ভাট।
একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে আলিয়া ভাট বলেন, কেন তার বিয়ের বিষয়ে সবাই এতো প্রশ্ন করছেন? তিনি অবশ্যই বিয়ে করবেন কিন্তু কবে করবেন, সে বিষয়ে এখনো কিছু বলতে পারছেন না। তিনি মাত্র ২৫’র। তাই এতো তাড়াতাড়ি কেন বিয়ে করবেন বলেও প্রশ্ন তোলেন অভিনেত্রী।
ঋষি কাপুরের মৃত্যুর আগে থেকেই রণবীর এবং আলিয়া ভাটের বিয়ে নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। রণবীর, আলিয়া কবে বিয়ে করবেন, তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে। দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে কথাবার্তা এগিয়ে গেলেও, আচমকাই ঋষি কাপুরের মৃত্যুর জেরে সমস্ত পরিকল্পনা আর সম্পূর্ণ হয়নি। আটকে যায় আলিয়া ভাট এবং রণবীর কাপুরের বিয়ের সমস্ত পরিকল্পনা।
এসবের মাঝেই ব্রক্ষ্মাস্ত্রের শুটিং শেষ করেন আলিয়া ভাট, রণবীর কাপুর। বর্তমানে গাঙ্গুবাই কাঠিওয়াড়ির শুটিং শুরু করেছেন আলিয়া। সঞ্জয় লীলা বনশালির ওই সিনেমা নিয়ে ইতিমধ্যেই ব্যস্ত হয়ে পড়েছেন আলিয়া।
অন্যদিকে রণবীর শেষ করে ফেলেছেন শামসেরার শুটিং। সবকিছু মিলিয়ে বর্তমানে বেজায় ব্যস্ত রণবীর-আলিয়া।
আলিয়া বলেন, ২০২১ সালে হয়তো তারা বিয়ে করতে পারেন তবে এখনো কিছু নির্দিষ্ট হয়নি। পাশাপাশি রণবীর এবং তিনি নিজেদের কাজ নিয়ে এতো ব্যস্ত যে সংসার পাতানোর কথা এই মুহূর্তে তারা ভাবতেই পারছেন না। নিজেদের কাজের জন্যই বিয়ের পরিকল্পনা তারা পিছিয়ে দিয়েছেন বলে জানান আলিয়া ভাট।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন