ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র ১৫ বছরের জন্য ‘দৃঢ়’ নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার প্রস্তাব করেছে—যার মেয়াদ বাড়ানোর সুযোগও আছে। তবে কিয়েভ আরো দীর্ঘমেয়াদি নিশ্চয়তা চাইছে।
ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি, যেখানে মার্কিন নেতা বলেন, রাশিয়ার সঙ্গে প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসানের চুক্তি আগের যেকোনো সময়ের চেয়ে আরো কাছে।
যুদ্ধকালীন এই প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ শেষ করার পরিকল্পনার অবশিষ্ট অনিষ্পন্ন বিষয়গুলো হলো ভূখণ্ডের প্রশ্ন এবং রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভবিষ্যৎ।
তবে জেলেনস্কি আরো যোগ করেন, তিনি মনে করেন ইউক্রেনে আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি এই নিশ্চয়তার একটি প্রয়োজনীয় অংশ—যা রাশিয়া পূর্বে প্রত্যাখ্যান করেছে।
তবু ক্রেমলিন ট্রাম্পের মূল্যায়নের সঙ্গে একমত হয়েছে যে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে, যদিও তারা পূর্ব ইউক্রেন থেকে কিয়েভের প্রত্যাহারের সর্বোচ্চ দাবিটি পুনরাবৃত্তি করেছে।
জেলেনস্কি বলেন, সংঘাতের অবসান-সংক্রান্ত নথি প্রস্তুতে কাজ করতে ‘আগামী কয়েক দিনের মধ্যে’ ইউক্রেনে ইউরোপীয় এবং মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আশা করছে কিয়েভ।
তিনি বলেন, ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ এই সংঘাতের অবসান ঘটাতে যে কোনো চুক্তি ‘ইউক্রেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপ—এই চার পক্ষেরই স্বাক্ষরিত হতে হবে।
’
কিয়েভের জন্য নিরাপত্তা নিশ্চয়তা ছিল অগ্রাধিকার।
জেলেনস্কি বলেন, ‘নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া এই যুদ্ধকে সত্যিকারের সমাপ্ত বলা যায় না। আমরা এটিকে শেষ হয়েছে বলে স্বীকার করতে পারি না, কারণ এমন এক প্রতিবেশীর সঙ্গে সদা-নতুন আগ্রাসনের ঝুঁকি থেকেই যায়।’
তিনি ট্রাম্পকে বলেছেন, ১৫ বছরের প্রস্তাব কিয়েভের জন্য খুবই কম।
তিনি আরো বলেন, ‘আমি তাকে বলেছি যে আমরা সত্যিই ৩০, ৪০, ৫০ বছরের সম্ভাবনাটি বিবেচনা করতে চাই। প্রেসিডেন্ট বলেছেন, তিনি বিষয়টি ভেবে দেখবেন।’
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন