ফের আলোচনায় বলিউড অভিনেত্রী কাজল। অজয় দেবগনের সঙ্গে সম্পর্ক ঘিরে টানাপড়েনের গুঞ্জনের মাঝেই সামনে এল নায়িকার এক প্রাক্তন প্রেমিকের প্রসঙ্গ; যেখানে জড়িয়ে গেলেন অভিনেত্রী টুইঙ্কেল খান্নাও।
সম্প্রতি এক সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠানে কাজল ও টুইঙ্কেল দুজনেই জানান—তাদের দু’জনেরই একজন ‘কমন’ প্রাক্তন প্রেমিক রয়েছে। এ কথা বলতেই টুইঙ্কেলকে তৎক্ষণাৎ থামিয়ে দেন কাজল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা ভিকি কৌশল ও কৃতি স্যানন। অনুষ্ঠানের একটি পর্বে বিভিন্ন ইস্যুতে ‘সম্মতি বা দ্বিমত’ জানাতে হয় অতিথিদের। সেখানে একটি বিষয় ছিল—‘প্রিয় বন্ধুর প্রাক্তনের সঙ্গে কখনও প্রেম করা উচিত নয়।’
এ বিষয়ে কাজল ও টুইঙ্কেল একমত হলেও ভিকি ও কৃতি জানান তাদের দ্বিমত। ভিকির যুক্তি, বন্ধু ও তার প্রাক্তনের মধ্যে বিচ্ছেদ হয়ে গেলে এবং দুজনই জীবনে এগিয়ে গেলে, অন্য কারও ওই প্রাক্তনের সঙ্গে সম্পর্কে জড়ানোতে সমস্যা থাকার কথা নয়। আর সমস্যা হলে বুঝতে হবে—বন্ধু ও তার প্রাক্তনের সম্পর্ক আসলে পুরোপুরি শেষ হয়নি।
ভিকির এ মন্তব্যের পর আলোচনা আরও জমে ওঠে। তখনই কাজলের কাঁধে হাত রেখে টুইঙ্কেল বলে বসেন, ‘আমাদেরও একজন কমন প্রাক্তন রয়েছে কিন্তু!’ টুইঙ্কেলের কথায় খানিকটা বিস্মিত হয়ে কাজল সঙ্গে সঙ্গে বলেন, ‘দয়া করে চুপ করো। একেবারে চুপ!’
যদিও সেই প্রাক্তনের নাম প্রকাশ করেননি তারা কেউই। তবে নেটিজেনদের মধ্যে বিষয়টি নিয়ে তীব্র কৌতূহল তৈরি হয়েছে।
নেটিজেনদের একাংশের ধারণা—ওই ব্যক্তি পরিচালক অভিষেক কাপুর। তাদের অনুমান, টুইঙ্কেলের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে কিছুদিন কাজলের সঙ্গেও সম্পর্ক ছিল তার। তবে এটি কেবল ভক্তদের অনুমান—যার কোনো নিশ্চিত প্রমাণ নেই।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন