ডাবলিনে হতাশার এক রাত কাটালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আয়ারল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবারের ফিফা বিশ্বকাপ ২০২৬ বাছাই ম্যাচে তিনি সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতেই তিনি গড়ে ফেললেন বিরল এক রেকর্ড।
গত রাতে পর্তুগাল আইরিশদের আতিথ্য নিয়েছিল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে। তবে সে লক্ষ্য তাদের পূরণ হয়নি। পর্তুগিজরা ২-০ গোলে হেরে বসেছে।
রোনালদোর লাল কার্ড পরিস্থিতিটাকে আরও ঘোলাটে করে দিয়েছে বৈকি। ম্যাচের ১৭ আর ৪৫ মিনিটে ট্রয় প্যারটের দুই গোল পর্তুগালকে পিছিয়ে দিয়েছিল। ৬১ মিনিটে রোনালদো দারা ও’শেয়াকে কনুই দিয়ে আঘাত করে বসেন। রেফারি প্রথমে তাকে হলুদ কার্ড দেখিয়েছিলেন। পরে ভিএআর দেখে এসে সরাসরি লাল কার্ড দেখান তাকে।
আর তাতেই গড়া হয়ে যায় ব্যক্তিগত এক রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে এতদিন পর্তুগালের হয়ে খেলে একটিও লাল কার্ড দেখেননি তিনি। ২২৫ ম্যাচ খেলার পর এই প্রথম লাল কার্ড দেখলেন রোনালদো।
তবে ক্লাব ফুটবল হিসেবে রাখলে লাল কার্ডটা তার জন্য বিরল কিছু নয়। এর আগে ক্লাব ফুটবলে তিনি মোট ১২ বার লাল কার্ড দেখেছেন। রোনালদো শেষবার লাল কার্ড দেখেছিলেন সৌদি আরবের আল নাসরের হয়ে আল হিলালের বিপক্ষে গত বছর। বৃহস্পতিবারের লাল কার্ড ছিল তার ক্যারিয়ারের ১৩তম।
আয়ারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচেও তিনি পেনাল্টি মিস করেছিলেন। ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচই হলো তার জন্য হতাশার।
পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনালদো এখন সামনে কী শাস্তি পান তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পর্তুগাল বিশ্বকাপে উঠলে তিনি টুর্নামেন্টের শুরুতে নিষিদ্ধ হতে পারেন।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন