বিজয়-রাশমিকার বিয়ের দিনক্ষণ প্রকাশ্যে, কোথায় বসছে আসর?

gbn

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ২০১৮ থেকে ২০২৫— সাত বছর ধরে সম্পর্কে ছিলেন । পরে গোপনে বাগদান সেরে ফেলেন; কিন্তু এরপরও সম্পর্ক নিয়ে কোনো কথা নেই।

সম্পর্কের কথা কখনোই স্বীকার করেননি রাশমিকা ও বিজয়। তবে কখনো শহরের এখানে-সেখানে তাদের ‘ডেট’ করার ছবি লেন্সবন্দি হয়েছে, তো কখনোবা আবার সামাজিক মাধ্যমে তাদের দেখা গেছে, একই গন্তব্যের আলাদা ফ্রেমে!

তবে এর আগে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে— গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া পরিবেশে আনুষ্ঠানিকভাবে আংটিবদল করেছেন এ তারকা জুটি। খুব শিগগির নাকি চারহাত এক হতে চলেছে তাদের। এমনকি দীপাবলিও নাকি একসঙ্গেই উদযাপন করেছেন তারা। 

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এবার আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে রাজসিক অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রাশমিকা ও বিজয়। এদিন উদয়পুরের এক রাজপ্রাসাদে বসবে তাদের বিয়ের আসর। তবে বিয়ের অনুষ্ঠানেও যে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন এ তারকা জুটি, সেটি স্পষ্ট। 

এদিকে বিজয়-রাশমিকার বাগদান সম্পন্ন হওয়ার খবর শুনেই উল্লাসে ফেটে পড়েন দুই তারকার ভক্ত-অনুরাগীরা। সামাজিক মাধ্যমে শুভেচ্ছার জোয়ারে ভেসে যান এ তারকা জুটি। তবে এই বিয়ের তারিখ ও স্থান সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সম্প্রতি ‘থামা’ সিনেমার প্রচারে এক সাক্ষাৎকারে রাশমিকা মান্দানাকে তার বাগদান এবং বিয়ের গুঞ্জন সম্পর্কে প্রশ্ন করা হলে মুচকি হেসে অভিনেত্রী বলেন, সবাই তো এটাই জানে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন