ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর তদন্তে নেমে আরও দুজনকে গ্রেফতার করেছে আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল। সূত্র বলছে, এ শিল্পীর ব্যান্ডের অন্যতম সদস্য শেখর জ্যোতি গোস্বামী ও সহ-শিল্পী অমৃতপ্রভ মহন্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে ৪ জন হয়েছে।
জুবিনের মৃত্যুতদন্তের শুরুর দিকেই আটক করা হয়েছিল শেখর জ্যোতিকে। তিনি এবং অমৃতপ্রভ, দুজনেই ১৯ সেপ্টেম্বর ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’র সেই প্রমোদতরীর পার্টিতে ছিলেন। সেখানেই গায়ক সাঁতার কাটতে নেমেছিলেন। তারপরেই ঘটেছে মর্মান্তি দুর্ঘটনা। একটি সূত্র বলছে, তদন্তকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে অমৃতপ্রভকে ভিডিওতে জুবিনের খুব কাছেই সাঁতার কাটতে দেখা গেছে। তাকে পুরো মুহূর্ত নিজের মুঠোফোনে ধারণ করতেও দেখা গেছে বলে সংবাদ সূত্র বলছে। গত ৬ দিন ধরে তাদের একটানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গত বুধবার, জুবিনের একান্ত সহকারী সিদ্ধার্থ শর্মা ও অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেফতার করা হয়েছে। শোনা যাচ্ছে, চার জনকেই একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে। পানিতে নামার সময়ে জুবিনের পরনে ছিল না লাইফ জ্যাকেট। কীভাবে এত বড় গাফিলতি, সেই প্রশ্ন উঠেছে। প্রশ্নের মুখে ছিলেন সিদ্ধার্থ ও শ্যামকানু। তদন্ত এবার কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার বিষয়।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন