হাবিবের সঙ্গে জাদু ছড়িয়েছেন কোক স্টুডিওতে, কে এই মেহরনিগরি?

gbn

দীর্ঘদিন ধরেই শ্রোতাদের প্রশ্ন ছিল, কেন হাবিব ওয়াহিদকে কোক স্টুডিওতে দেখা যাচ্ছে না? অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ‘মহা জাদু’ নিয়ে হাজির হলেন সংগীতের জনপ্রিয় এই তারকা। লোকগানকে আধুনিক রিমিক্সে নতুনভাবে তুলে ধরার ক্ষেত্রে হাবিব ওয়াহিদের জুড়ি নেই। এবার যেন তিনি সেই ‘মহা জাদু’ই দেখালেন কোক স্টুডিও বাংলার মঞ্চে। 

অন্তর্জালে আসার পরপরই গানটি ব্যাপক সাড়া ফেলেছে।

অনেকেই নিজেদের সামাজিক মাধ্যমে গানটি শেয়ার করে লিখছেন প্রশংসার কথা। আর হাবিব ভক্তরা উচ্ছ্বাসে ভরিয়ে তুলেছেন প্ল্যাটফরমটি। তবে শুধু হাবিব নন, গানটিতে দুর্দান্ত কণ্ঠ দিয়েছেন তাজিক শিল্পী মেহরনিগরি রুস্তম। ব্যাপক সাড়া ফেলেছেন শ্রোতাদের মাঝে।

সোশ্যাল মিডিয়াতেও আলোচনায় উঠে এসেছেন এই গায়িকা।

 


 

কে এই মেহেরনিগরি

১৯৯৪ সালের ১৪ অক্টোবর তাজিকিস্তানের খোভালিং জেলায় জন্ম মেহেরনিগরির। ছোটবেলা থেকেই সঙ্গীতময় পরিবেশে বেড়ে ওঠা এই শিল্পী মাত্র ৫ বছর বয়সেই গান গাওয়া শুরু করেন এবং শৈশবেই অংশ নেন বিভিন্ন প্রতিযোগিতায়। তার ভাই সাফারমুহাম্মদ রুস্তমও একজন গায়ক।

 

২০০১ সালে মেহেরনিগরি প্রথম বড় মঞ্চে গান গেয়েছিলেন ‘বাডস অব হোপ’ প্রতিযোগিতায়। দুই বছর পর ‘সানশাইন’ প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে নেন গ্র্যান্ড প্রাইজ। ২০০৬ সালে সিআইএস (CIS) দেশগুলোর তরুণদের নিয়ে আয়োজিত আন্তর্জাতিক আসরে জিতেছিলেন দুটি স্বর্ণপদক।


 

পড়াশোনাতেও সমান মনোযোগী মেহেরনিগরি। ২০১১ সালে দুশানবে ইন্টারন্যাশনাল স্কুল থেকে স্নাতক শেষ করেন।

পরে তিনি তাজিক ন্যাশনাল কনজারভেটরির (তালাবহুজা সাত্তোরভ নামে পরিচিত) একাডেমিক অনুষদে উচ্চশিক্ষা নেন।

 

প্রায় এক দশকের ক্যারিয়ারে মেহেরনিগরি উপহার দিয়েছেন একাধিক জনপ্রিয় গান, যার মধ্যে রয়েছে ‘জাদুগার’, ‘নিগিন আনোর’, ‘গুল’, ‘আনার আনার’, ‘দিলি জোর’ উল্লেখযোগ্য। সংগীতের পাশাপাশি সামাজিক মাধ্যমেও ব্যাপক অনুসারী রয়েছে তার; ইনস্টাগ্রামে যার সংখ্যা দেড় মিলিওনের বেশি।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন