সিঙ্গাপুরে গান শোনাতে গিয়েছিলেন ভারতের অন্যতম জনপ্রিয় গায়ক জুবিন। অবসরে সমুদ্রে মেতেছিলেন স্কুবা ডাইভিংয়ে। কে জানত সাগর থেকে আর ওঠা হবে না তার। তবে শেষ মুহূর্তে মৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গায়ক।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যায়, কোনোরকমে সাঁতার কাটছেন জুবিন। তার চোখেমুখে অস্বস্তির ছাপ স্পষ্ট।
একটি ভেলার কাছে এসে থামেন তিনি। কিন্তু শেষে তার শরীর ছেড়ে দেয়। শ্বাসকষ্ট হতে শুরু হয় তার। ভাসতে থাকেন তিনি।
গায়কের পেছনে ছিলেন জনাপাঁচেক লোক। অনুরাগীদের অনুমান, তারা জুবিনের সহযোগী দলের সদস্য।
সাগরে নামার সময় লাইফ জ্যাকেট নিয়ে নেমেছিলেন জুবিন। কিন্তু পরে খুলে ফেলেন। জানান অস্বস্তি লাগছে তার।
কিন্তু লাইফ জ্যাকেট ছাড়া ডুবতেই ঘটে অঘটন। তবে ভিডিওটি কবের তা জানা যায়নি। ভক্তদের অনুমান মৃত্যুর আগ মুহূর্তের।
গেল ২০ সেপ্টেম্বর ফেস্টিভ্যালে গান শোনানোর কথা ছিল জুবিনের। তার আগে অবসরটা বেশ উপভোগ করছিলেন তিনি। কিন্তু স্কুবা ডাইভিং করার সময় আহত হলে তড়িঘড়ি করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন