লন্ডনের ব্যবসায়ীকে বিয়ে করলেন আফ্রি সেলিনা

gbn

দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ার আফ্রি সেলিনার। বিজ্ঞাপন থেকে শুরু করে অভিনয় করেছেন নাটকে, এমনকি তাকে দেখা গেছে সিনেমাতেও। কিন্তু হঠাৎ করেই তিনি চলে গেছেন লাইমলাইটের বাইরে। কয়েক মাস ধরে পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে লন্ডনে অবস্থান করছেন অভিনেত্রী।

 

এবার জানা গেল, লন্ডনেই বিয়ে করেছেন এই অভিনেত্রী। পাত্রের নাম ইফতেখার আহমেদ। গত ২০ সেপ্টেম্বর লন্ডনে আফ্রি ও ইফতেখারের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ইফতেখার যুক্তরাজ্যের নাগরিক হলেও তার পারিবারিক বাড়ি বাংলাদেশে।

তিনি পেশায় ফুটবল খেলোয়াড়, ব্রিটিশ অভিনয়শিল্পী ও ব্যবসায়ী। আফ্রি সেলিনার বিয়েতে আত্মীয় ও স্বজন ও কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন।

 

বিয়ে নিয়ে আফ্রি সেলিনা বুধবার দুপুরে কালের কণ্ঠকে বলেন, ‘আমার এবং ইফতেখারের দুই ফ্যামিলির পরিকল্পনা ছিল আমাদের বিয়ের অনুষ্ঠান ঢাকায় হবে কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি কারণে অনেকটা হঠাৎ করেই লন্ডনেই বিয়ের সব আয়োজন সম্পন্ন হয়েছে। গত ২০ সেপ্টেম্বর আমাদের লন্ডনে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে হয়।

 


 

এই মডেল ও অভিনেত্রী বলেন, ‘যে বিশ্বাস ভালোবাসা নিয়ে আমি ও  ইফতেখার দাম্পত্য জীবন শুরু করেছি; সারাজীবন যেন এটা বজায় থাকে। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।’

ভারতের দিল্লিতে জন্ম হলেও পাঁচ বছর বয়সে বাংলাদেশে চলে আসেন আফ্রি সেলিনা। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘অন্যপথ’। নাঈম তালুকদারের পরিচালনায় এই ছবিতে আফ্রি অভিনয় করেছিলেন ইন্দ্রনীল সেনগুপ্তের বিপরীতে।

তবে ছবিটির কাজ এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। এরপর অনন্য মামুন নির্দেশিত আনিসুর রহমান মিলনের বিপরীতে ‘রোমান্স’ চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। এ ছাড়া ইদ্রিস হায়দার নির্দেশিত প্রথম চলচ্চিত্র ‘নীল ফড়িং’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন আফ্রি।

 

সর্বশেষ তাকে দেখা গেছে বাংলাদেশ ও লন্ডনের যৌথ প্রযোজনায় নির্মিত ‘বিফোর আই ডাই’ সিনেমায়। মিনহাজ কিবরিয়া পরিচালিত এ ছবিতে তার বিপরীতে ছিলেন বিট্রিশ অভিনেতা ইফতেখার আহমেদ।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন