এইচ ওয়ান বি ভিসার ফি বাড়ল

gbn

হাকিকুল ইসলাম খোকন,
এইচ ওয়ান বি কর্মী ভিসার জন্য প্রতিবছর ১ লাখ ডলার পর্যন্ত ফি নেওয়ার প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন। শনিবার (২০ সেপ্টেম্বর) তারা এ ঘোষণা দিয়েছে। এ ঘোষণা প্রকাশের পর কিছু বড় প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের এইচ ওয়ান বি ভিসাধারী কর্মীদের যুক্তরাষ্ট্রে থাকা বা দ্রুত ফেরত আসার পরামর্শ দিয়েছে।

এই পরিবর্তন প্রযুক্তি খাতের জন্য বড় ধাক্কা হতে পারে, যেখানে ভারত ও চীনের দক্ষ কর্মীদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীলতা রয়েছে। সে ক্ষেত্রে চাপে পড়ছে ভারত ও চীনের প্রবাসীরা।

২০২১ সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপক অভিবাসন কঠোরকরণ নীতিমালা গ্রহণ করেছেন, যার মধ্যে রয়েছে বৈধ অভিবাসনের বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা। এইচ ওয়ান বি ভিসা প্রোগ্রাম পুনর্গঠন তার প্রশাসনের সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ।

এইচ ওয়ান বি ভিসা প্রোগ্রাম মূলত যুক্তরাষ্ট্রে বিশেষজ্ঞ পেশায় কর্মরত বিদেশিদের জন্য, বিশেষত প্রযুক্তি ক্ষেত্রে যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, টেক প্রোগ্রাম ম্যানেজার এবং অন্যান্য আইটি পেশাজীবী।

এই ভিসাধারীরা প্রথম ৬ বছর (৩ বছর + ৩ বছর বাড়ানো) পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে পারেন এবং গ্রিন কার্ডের আবেদন করলে আরও সময় বাড়ানো সম্ভব।

আরও কিছু কর্মী প্রোগ্রাম রয়েছে, যেমন এইচ ২-এ ভিসা, যা অস্থায়ী কৃষি শ্রমিকদের জন্য এবং এইচ ২-বি ভিসা যা ঋতুভিত্তিক অ-কৃষি কাজের জন্য।

বিশ্লেষকেরা বলছেন, নতুন ফি বাড়ানোর ফলে অনেক কোম্পানি তাদের গুরুত্বপূর্ণ কাজ বিদেশে সরিয়ে নিতে বাধ্য হতে পারে, যা আমেরিকার কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ক্ষেত্রের চীনের সঙ্গে প্রতিযোগিতা দুর্বল করে তুলবে।

প্রতিবছর এইচ ওয়ান বি প্রোগ্রামের মাধ্যমে ৬৫ হাজার ভিসা প্রদান করা হয় এবং এর পাশাপাশি উন্নত ডিগ্রিধারীদের জন্য ২০ হাজার ভিসা বরাদ্দ থাকে। প্রায় সব ভিসার ফি থাকে নিয়োগকর্তার ওপর।

ট্রাম্প শুক্রবার একটি নির্বাহী আদেশে ১০ লাখ ডলার অর্থাৎ যারা এটা দিতে সক্ষম তারা মার্কিন স্থায়ী নাগরিকত্ব পেতে পারবেন এমন ‘গোল্ড কার্ড’ প্রোগ্রাম চালু করার কথা ঘোষণা করেন।

ট্রাম্পের নির্বাহী আদেশে উল্লেখ রয়েছে, কিছু নিয়োগকর্তা এই প্রোগ্রামকে কাজে লাগিয়ে আমেরিকান কর্মীদের ক্ষতিগ্রস্ত করছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন