আসছে ‘পুষ্পা’র তৃতীয় কিস্তি, জানালেন পরিচালক

gbn

সদ্যই দুবাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল সিমা পুরস্কার (সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস)। এবারের আসরে ‘পুষ্পা ২ : দ্য রুল’র জন্য পাঁচটি বড় পুরস্কার জিতেছে পুষ্পা টিম। 

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সুকুমার, প্রধান অভিনেতা আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, সংগীত সুরকার দেবী শ্রী প্রসাদ এবং প্রযোজক নবীন ইয়ারনেনি।

পুরস্কার জেতার পরই সিনেমাটির পরিচালক সুকুমার নিশ্চিত করেছেন যে সিনেমার তৃতীয় ভাগ অর্থাৎ, ‘পুষ্পা ৩ : দ্য র‍্যাম্পেজ’ অবশ্যই তৈরি করা হবে।

 

পুরস্কার নিতে মঞ্চে ওঠা অভিনেতাদের উদ্দেশে সঞ্চালক প্রশ্ন করেন, ‘পার্টি হবে পুষ্পা?’ যা ফাওয়াদ ফাসিলের চরিত্র ভানওয়ারসিং সেখাওয়াত-এর বিখ্যাত সংলাপকে মনে করায়। এরপর সেই সঞ্চালক সুকুমারের কাছে জানতে চান যে, ‘পুষ্পা ৩’ তৈরি হবে নাকি বাতিল করা হবে?

এরপর সুকুমার প্রযোজকের দিকে তাকান এবং তারা সম্মানিত হওয়ার পর জবাব দেন, ‘অবশ্যই আমরা পুষ্পা ৩ তৈরি করছি।’ যা শুনে সঞ্চালক এবং দর্শকরা ​​উল্লাস করেন।

সিমা-তে আল্লু অর্জুন সেরা অভিনেতা, রাশমিকা মান্দানা সেরা অভিনেত্রী, সুকুমার সেরা পরিচালক, দেবী সেরা সঙ্গীত পরিচালক এবং পিলিং গানের জন্য শঙ্করবাবু সেরা প্লেব্যাক শিল্পীর পুরস্কার পান।

 

খবরটি শেয়ার করে আল্লু অর্জুন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ধন্যবাদ সিমা, ক্রমাগত ভালোবাসা ও স্বীকৃতির জন্য। পরপর ৩টি সিমা পুরস্কার জেতা সত্যিই একটি সম্মানের মুহূর্ত। সকল বিজয়ী ও মনোনীতদের অভিনন্দন। এই কৃতিত্ব আমার পরিচালকের জন্য।

প্রতিটা শিল্পী, আমার টেকনিশিয়ান, আমার প্রযোজক এবং ‘পুষ্পা’র পুরো ক্রুক এবং আমি এই পুরস্কারগুলি আমার ভক্তদের উৎসর্গ করছি…অবিচল ভালবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন