‘কার ক্যারিয়ার খেয়েছি আমি?’, ফুঁসে উঠলেন সালমান

gbn

বলিউডের একটা অলিখিত নিয়ম আছে, ‘ভাইজানের সঙ্গে পাঙ্গা মানে যমের সঙ্গে পাঞ্জা’। আর তাই কেউ সে রাস্তার ধার দিয়েও হাঁটেন না। বিবেক ওবেরয় থেকে শুরু করে বেশ কয়েকজন তারকার ক্যারিয়ারে নাকি কাঁটা হয়েছেন সালমান খান। এমনকী অরিজিৎ সিং-এর গানও ছবি থেকে বাদ দেওয়ানোর অভিযোগ উঠেছিল ভাইজানের বিরুদ্ধে।

 

সম্প্রতি বিগ বসের মঞ্চে নিজের ট্রেডমার্ক নো-ননসেন্স হোস্টিং স্টাইলে এই অভিযোগ নিয়ে কড়া জবাব দিলেন অভিনেতা। তিনি বলিউডে অনেকের ক্যারিয়ার ধ্বংস করেছেন বলে দীর্ঘদিনের অভিযোগের কথা নিজেই উল্লেখ করেন, একইসঙ্গে এই দাবিটি সরাসরি উড়িয়ে দিয়েছেন। একইসঙ্গে স্পষ্ট বলেছেন, যদি তাকে কখনো কারোর ক্যারিয়ার ধ্বংস করতে হয়, তবে তিনি একমাত্র নিজের ক্যারিয়ার ধ্বংস করতেই সফল হবেন। 

রবিবার বিগ বস উইকেন্ড কা ভারে হাজির হয়েছিলেন শেহনাজ গিল।

এদিন প্রাক্তন বিগ বস প্রতিযোগিকে স্বাগত জানান সালমান। শেহনাজ তার ভাই শেহবাজকে বিগ বস হাউসের ভিতরে প্রবেশ করতে দেওয়ার অনুরোধ জানান। 

 

শেহনাজ বলেন, ‘স্যার, আপনি এতজনের ক্যারিয়ার গড়ে দিয়েছেন….।’ এসময় জবাবে সালমান বিনয়ের সঙ্গে বলেন, ‘আমি কখনো কারো ক্যারিয়ার তৈরি করিনি।

ক্যারিয়ার একমাত্র সর্বশক্তিমানই তৈরি করতে পারেন।’

 

এরপর ভাইজান বলেন, ‘মানুষ আমার ওপর লাঞ্ছনাও লাগিয়েছে, যে আমি অনেকের ক্যারিয়ার ধ্বংস করেছি। কিন্তু সত্যি বলতে, সেটা আমার হাতেও নেই। আজকাল, এটি বলা একটি প্রবণতা হয়ে উঠেছে, যে আমি নাকি ক্যারিয়ার খাই। বলুন তো, আমি কার ক্যারিয়ার খেয়েছি? এবং যদি আমি কখনও সেটা করি তা হবে আমার নিজের ক্যারিয়ার।

আমি যদি আত্মতুষ্টিতে থাকি এবং জিনিসগুলো আমার হাত থেকে পিছলে যেতে দিই…কিন্তু আমি সবকিছু আমার মুঠোয় ধরে রাখতে কঠোর পরিশ্রম করি।’

 

এদিকে এক সাক্ষাৎকারে ‘দাবাং’ পরিচালক অভিনব কাশ্যপ বলেন, ‘সালমান খান বলিউডের স্টার সিস্টেমের জনক। তিনি এমন একটি চলচ্চিত্র পরিবার থেকে এসেছেন যা ৫০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছে। তিনি এই প্রক্রিয়া চালিয়ে যান। তারা প্রতিহিংসাপরায়ণ মানুষ। তারাই পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। আপনি যদি তাদের সাথে একমত না হন তবে তারা আপনার পিছনে আসবে।’

এর আগে গায়ক অরিজিৎ সিং ও অভিনেতা বিবেক ওবেরয়ের ক্যারিয়ার ধ্বংস করার অভিযোগও ওঠেছে সালমান খানের বিরুদ্ধে।

প্রসঙ্গত, বিগ বস ১৯ শো এখন সম্প্রচারিত হচ্ছে জিও হটস্টার এবং কালার্স চ্যানেলে। 

সালমানকে আগামীতে দেখা যাবে ‘ব্যাটল অব গালওয়ান’ ছবিতে। ভারত ও চীনের মধ্যে ২০২০ সালে গালওয়ান উপত্যকায় হওয়া সংঘর্ষের উপর ভিত্তি করে তৈরি ছবিটি। এছাড়াও সালমানের হাতে রয়েছে ‘কিক ২’-এর কাজ।

জিবি নিউজ24ডেস্ক//

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন