একবুক জ্বালা নিয়ে অভিনয় ছাড়লেন পাকিস্তানের আলিজাহ

gbn

পাকিস্তানি শোবিজের পরিচিত মুখ আলিজাহ শাহ। বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি। তবে হুট করেই অভিনয় থেকে চিরদিনের জন্য সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এই তারকা। এক আবেগঘন বার্তায় তিনি জানিয়েছেন, শোবিজ জগতের অমানবিক অভিজ্ঞতা তাকে মানসিকভাবে বিধ্বস্ত করেছে। তিনি আর কখনো এই অঙ্গনে ফিরতে চান না।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আলিজাহ লেখেন, ‘এই ইন্ডাস্ট্রির কারণে আমি পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিস-অর্ডারে আক্রান্ত হয়েছি। আমাকে এমনভাবে অপমান করা হয়েছে যে, একসময় নিজেকেই ঘৃণা করতে শুরু করি। কোনো প্রচার পেতে আমি এসব বলছি না বা শোবিজ ছাড়ছি না। এই সিদ্ধান্ত নিয়েছি নিজেকে রক্ষা করার জন্য।’

 

তার ভাষ্য, ‘এই ইন্ডাস্ট্রিতে দিনের ১২ ঘণ্টা আমাকে মূল্যহীন বস্তুর মতো ব্যবহার করা হয়েছে। আমি আর কখনো ফিরছি না, কারণ এই জগত যা করেছে, তা আমি কোনোদিন ভুলতে পারব না।’

আলিজাহ জানান, শোবিজে কাজ করতে গিয়ে তিনি নানাভাবে হেনস্তা, হয়রানি, পারিশ্রমিক-বঞ্চনা এবং অপমানজনক আচরণের শিকার হয়েছেন। তার কথায়, ‘অনেক রাত আমি দম বন্ধ করে কেঁদেছি। অনেক দিন আছে, যখন অতীতের স্মৃতিগুলো এতটাই অসহ্য হয়ে উঠেছিল যে, বমি করতে করতে পেট খালি হয়ে গেছে। এই কষ্ট আমার শরীরে, হৃদয়ে, মননে গভীরভাবে রয়ে গেছে।’

 

তিনি আরও যোগ করেন, ‘আমি শুধু একা থাকতে চাই। এই ক্ষত সারানোর মতো কিছুই আর অবশিষ্ট নেই আমার কাছে।’

এর আগেও গত জুলাই মাসে আলিজাহ শোবিজের অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছিলেন। সেসময় তিনি অভিযোগ করেছিলেন হয়রানি, পারিশ্রমিক আটকে রাখা, শুটিং সেটের বিষাক্ত পরিবেশ এবং ২০২১ সালের র‍্যাম্পে পড়ে যাওয়ার ঘটনার পর মনস্তাত্ত্বিক চাপে থাকার কথা।

আলিজাহর এই ঘোষণা পাকিস্তানি শোবিজের জন্য যেমন একটি বড় ধাক্কা, তেমনি দেশটির শিল্পীদের মানসিক স্বাস্থ্যের অবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন রেখে গেল।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন