পুরুষরাও পুরুষতন্ত্রের শিকার। এমন অভিমত বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখের। বিভিন্ন বিষয় নিয়ে বরাবরই স্পষ্ট মতামত রাখেন ফাতিমা। লিঙ্গ সাম্যের কথাও উঠে এসেছে তার মুখে একাধিকবার।
এবার তিনি দাবি করলেন, পুরুষরাও অনেক ক্ষেত্রে পুরুষতন্ত্রের শিকার হয়ে থাকেন।
সম্প্রতি ‘মেট্রো ইন দিনো’ ও ‘আপ য্যায়সা কোই’ ছবিতে অভিনয় করেছেন ফাতিমা। দ্বিতীয় ছবিতে এক বাঙালি প্রগতিশীল নারীর বেশে অভিনয় করেছেন তিনি। বিপরীতে ছিলেন আর মাধবন।
মাধবন অভিনীত চরিত্রের মধ্যে দিয়ে পুরুষতান্ত্রিক মানসিকতা দেখানো হয়েছে।
এই প্রসঙ্গেই ফাতিমা জানিয়েছেন, বহু পুরুষ পুরুষতন্ত্রের শিকার। তিনি সম্প্রতি সাক্ষাৎকারে বলেছেন, ‘বিষাক্ত সম্পর্কে পুরুষরাও থাকেন। কিন্তু অদ্ভুত বিষয় হলো, কোনো বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরে নিজেদের কথা জানালে তাঁদের নিয়ে হাসাহাসি করা হয়।
এটাও পুরুষতন্ত্রের একটা দিক। তার কারণ, পুরুষতন্ত্রই শিখিয়ে দিয়েছে, পুরুষদের কাঁদতে নেই।’
ফাতিমা আরো বলেন, ‘পরিবারের খেয়াল রাখি। সবার খেয়াল রাখি।’ পুরুষদের যেন এই একটাই লক্ষ্য।
তাঁদের কোনো অভিযোগ থাকতে পারে না। পুরুষরা দুর্বল হতেই পারে না। তাই শুধুই নারীরা পুরুষতন্ত্রের শিকার, সেটা বলা যায় না।’
সম্পর্কে দুজনের বোঝাপড়া নিয়েও কথা বলেছেন ফাতিমা। তিনি বলেন, ‘সম্পর্কে সমতা বজায় রাখা খুব জরুরি। আমাকে পুরুষ হয়ে উঠতে হবে না। আমি নিজের নারী সত্তা ধরে রাখতে চাই। আর আমার সঙ্গে যে পুরুষ থাকবেন, তিনিও যেন তাঁর মতোই থাকেন। আমরা পরস্পরকে কখনোই বদলে ফেলতে চাইব না। কারণ, নিজেদের বৈশিষ্ট্যগুলির জন্যই আমরা পরস্পরকে ভালোবেসেছি। তাই প্রথমে পরস্পরকে সম্মান করাটা জরুরি। সেটা থাকলে বাকি সব কিছু ঠিক থাকে।’
উল্লেখ্য, গত কয়েক দিনে ফাতিমা ও বিজয় বর্মার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে বলিউডে। বিজয় এর আগে তমন্না ভাটিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই সম্পর্ক ভাঙার কয়েক মাসের মধ্যেই ফাতিমার সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন