চাঁপাইনবাবগঞ্জে আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগে সংবাদ সম্মেলন

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট,গোমস্তাপুর ও নাচোল) আসনে আ’লীগ প্রার্থী সাবেক সাংসদ জিয়াউর রহমানের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে বিএনপি নেতৃবৃন্দ। এ সংক্রান্ত লিখিত অভিযোগ তাঁরা শনিবার (২২’ডিসেম্বর) রির্টার্নিং অফিসারের নিকটও জমা দিয়েছেন। শনিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাচোল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও নাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির আহব্বায়ক মজিদুল হক। বক্তব্যে তিনি আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে গত ১৭ ডিসেম্বর মোটরসাইকেল শোভাযাত্রা ও গত শুক্রবার (২১’ডিসেম্বর) নাচোল বাজারে আ’লীগ প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে বিএনপি প্রার্থীর অফিসে হামলা করে আতংক সৃষ্টি,পোষ্টার,ব্যানার ছিঁেড়ে ফেলার অভিযোগ করেন। এছাড়া আ’লীগ প্রার্থী অতিরিক্ত অফিস,মাইক ব্যবহার করছেন বলেও অভিযোগ করা হয়। সাংবাদিকদের নিকট ভোলাহাটেও গত শুক্রবার বিএনপি প্রার্থীর অফিস ভাঙ্গচুর ও পোষ্টার ছেঁড়ার অভিযোগ করেন নেতৃবৃন্দ। এছাড়া বিএনপি নেতাকর্মীরা গ্রেপ্তারের শিকার হচ্ছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বিএনপি নেতৃবৃন্দ সাংবাদিকদের দৃষ্টি আকর্ষন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি রফিকুল ইসলাম,সহসভাপতি মোবিনুর রহমান,ভোলাহাট থানা বিএনপি সদস্য মো. আলাউদ্দীন, গোমস্তাপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন,নূর কামাল প্রমুখ। ##