ধুন্ধুমার অ্যাকশনে জমে উঠল ‘ওয়ার ২’-এর ট্রেলার

gbn

অন্তর্জালে উন্মুক্ত হয়েছে বহুল প্রতীক্ষিত ‘ওয়ার ২’ এর ট্রেলার। মুক্তির পর যেন অন্তর্জালে শোরগোল ফেলে দিয়েছে হৃত্বিক রোশন, জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদভানির এ সিনেমার ফার্স্ট লুক। 

ট্রেলারের শুরু থেকে শেষ পর্যন্ত দুর্ধর্ষ অ্যাকশনে মাতিয়ে রাখলেন হৃত্বিক  রোশন। তবে আড়াই মিনিটের ঝলকে সব থেকে বেশি নজর কেড়েছে হৃত্বিক-কিয়ারার অ্যাকশন সিকোয়েন্স।

পাশাপাশি জুটির রোম্যান্সের ঝলকও দেখা গেল ট্রেলারে। 

 

কখনো অস্ত্র হাতে একের পর এক শত্রুকে প্রতিহত করছেন হৃত্বিক, আবার কখনো বা যুদ্ধে ক্ষতবিক্ষত রক্তাক্ত চেহারায় তাক লাগালেন। কখনো আবার নেকড়ের সঙ্গে হেঁটে আসছেন এক্কেবারে নায়কোচিত ভঙ্গিমায়।

এই সিনেমার হাত ধরেই প্রথমবার অ্যাকশন লুকে ধরা দেবেন কিয়ারা।

ছবিতে হৃত্বিকের সঙ্গে একেবারে অ্যাকশন প্যাকড অবতারে ধরা দিলেন দক্ষিণী তারকা।

 

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ‘ওয়ার ২’ আগামী ১৪ আগস্ট হিন্দি, তামিল, তেলেগু ভাষাতে মুক্তি পাবে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন