পাকিস্তানিরা ভারতে নিষিদ্ধ হলে জয়া কেন নন, প্রশ্ন তৃণমূল নেত্রীর

gbn

ভারতের পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরেই কাজ করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। টালিউডে তার উপস্থিতি, জনপ্রিয়তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে নিয়মিত সুযোগ পাওয়া নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী জুঁই বিশ্বাস।

কলকাতা পৌরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ১০ নম্বর বরোর চেয়ারপারসন জুঁই বিশ্বাস একই সঙ্গে তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং দলটির মুখপাত্র। তিনি রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের স্ত্রী। স্বরূপ বিশ্বাস আবার টালিউড শিল্পী ও কলাকুশলীদের ফেডারেশনের সভাপতিও।

 

জয়া আহসানের টালিউডে কাজ করা নিয়ে সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন জুঁই বিশ্বাস। সেই স্ট্যাটাস টালিউডের অনেকে শেয়ারও করেছেন, যা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

স্ট্যাটাসে জুঁই বিশ্বাস লেখেন, ‘আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা কি জেগে ঘুমোচ্ছি? আমাদের শিল্পীরা বাংলাদেশে কাজ করতে পারেন না, অথচ জয়া আহসানের মতো একজন বাংলাদেশিকে রেড কার্পেট দিয়ে এখানে অভিনয়ের সুযোগ দেওয়া হচ্ছে! পশ্চিমবঙ্গের কি কোনো শিল্পী নেই, যারা ওই চরিত্রটি করতে পারত? কেন ভারতীয় জাদুঘরে জয়াকে নিয়ে অ্যালবাম রিলিজ হয়? যারা এসব সুযোগ করে দিচ্ছেন, তারা কি দেশবিরোধী কাজ করছেন না?’

 

এখানেই থেমে থাকেননি জুঁই বিশ্বাস। তিনি আরও প্রশ্ন তোলেন, ‘বলিউড যদি পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করতে পারে, তাহলে টালিউডে বাংলাদেশি শিল্পীদের প্রতি এত উদারতা কেন?’

জানা গেছে, জয়া আহসানের অভিনীত নতুন সিনেমা ‘ডিয়ার মা’ ১৮ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি মুক্তির আগ মুহূর্তে এই বিতর্কে উত্তাল হয়ে উঠেছে টালিউড।

এক যুগেরও বেশি সময় ধরে জয়া আহসান পশ্চিমবঙ্গের নানা সিনেমায় কাজ করছেন। গৌতম ঘোষ, সৃজিত মুখার্জি, কৌশিক গঙ্গোপাধ্যায়সহ বহু নামি নির্মাতার ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে। তার অভিনয় ও পরিশীলিত উপস্থিতি প্রশংসিতও হয়েছে। তবে এবার সেই সফল যাত্রা নিয়েই প্রকাশ্য আপত্তি তুললেন তৃণমূলের একজন প্রভাবশালী নেত্রী।

 

 

 

এই মন্তব্যের প্রেক্ষিতে টালিউডের অন্য শিল্পী, পরিচালক এবং বাংলাদেশি শিল্পী মহলের প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। তবে বিতর্ক যে আরো বড় আকার নিতে পারে, তা অনুমান করা যাচ্ছে ইতিমধ্যেই।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন