ফকিরহাটে অসহায় দুঃস্থ গরীব ও শিতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরন

ফকিরহাট প্রতিনিধি//
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ খোরশেদ আলমের নিজেস্ব অর্থায়নে শতাধিক অসহায় দুঃস্থ গরীব ও শিতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। গতকাল সোমবার সকালে জাড়িয়া মাইট কুমরাস্থ নিজ বাড়িতে এই শীত বস্ত্র বিতরন করা হয়। ৫নং ওয়ার্ড সদস্য ও আওয়ামী লীগ নেতা মোঃ ফিরোজুল ইসলাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাব্ধেসঢ়;ক কমান্ডার শিক্ষাবিদ হৃষিকেশ কুমার দাশ, বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় রিপোর্টাস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক পি কে অলোক। বিশিষ্ট স্বর্ণ ব্যাবসায়ী শ্যামপদ বকসির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ খোরশেদ আলম, তার পুত্র মোঃ আলামিন শেখ, সমাজসেবক মোঃ নজরুল ইসলাম, আবেদ আলী সরদার, আফছার আলী, মোঃ ইমাম আলী ও মোঃ কামরুল সরদার সহ বিভিন্ন নের্তৃবৃন্দ। পরে দুই শতাধিক অসহায় দুঃস্থ গরীব ও শিতার্থদের মাঝে শীত বস্ত্র স্বরুপ কম্বল ও গরম জামা কাপড় বিতরন করা হয়। ####