চাঁপাইনবাবগঞ্জে নাগরিক কমিটি,জাসদ,আ’লীগ ও বাম দলগুলির নির্বাচনী মতবিনিময়

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে নাগরিক কমিটি ও জাসদ(ইনু) একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যৌথ মতবিনিময় সভা করেছে। সভায় আ’লীগ ও বাম দলগুলি অংশ নেয়। শনিবার (৮’ডিসেম্বর) দুপুরে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয়ের জন্য ১৪ দলের জোটগতভাবে নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে আলোচনা হয়। নাগরিক কমিটির আহব্বায়ক সৈয়দ হোসেন আহমেদ বাদশার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপদেষ্টা
একরামুল হক,জাসদ(ইনু) কেন্দ্রীয় সদস্য ও একাদশ সংসদ নির্বাচনে সদর আসনের প্রার্থী মনিরুজ্জামান, জেলা জাসদ(ইনু) সভাপতি মোজাফফর হোসেন,জেলা আ’লীগ সহসভাপতি মজিবুর রহমান,পৌর আ’লীগ সভাপতি শরিফুল আলম,সাধারণ সম্পাদক মিজানুর রহমান,জেলা সিপিবির সাধারণ সম্পাদক আবু হাসিব,জেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক আফজাল হোসেন,জেলা ঘাতক দালাল নির্মূল কমিটি সাধারণ সম্পাদক রফিক হাসান,জেলা থিয়েটারের আহব্বায়ক শাহজাহান আলী, চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, জেলা যুবজোট সভাপতি তরিকুল ইসলাম,জেলা নারীজোট সভাপতি তৌহিদা খাতুন,জেলা শ্রমিক জোট সভাপতি সাজেমান আলী,চাঁপাইনবাবগঞ্জে কর্ণেল তাহের সংসদের সভাপতি নিয়ামুল হক,জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয সহসম্পাদক আব্দুল মজিদ প্রমুখ। ###