Bangla Newspaper

আরব আমিরাতে ভিসা অ্যামনেস্টি বাড়ল ১ মাস

36

জিবি নিউজ24 ডেস্ক //

আরব আমিরাতে (ইউএই) ভিসা সংক্রান্ত অ্যামনেস্টি(রাজক্ষমা) আরো এক মাস বাড়ানো হয়েছে। দেশটির জাতীয় দিবস উপলক্ষে এই স্কিমের মেয়াদ বাড়ানো হয়েছে। সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, আগামীকাল ৪ ডিসেম্বর থেকে ওই প্রক্রিয়া শুরু হবে। অ্যামনেস্টি’র আবেদনকারীরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই বিশেষ সুযোগ গ্রহণ করতে পারবে।

এর আগে, চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত ওই স্কিমের মেয়াদ ছিল।

এদিকে, শারজাহ অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, অভিবাসীদের অবস্থানগত পরিবর্তনের জন্য এবং চাকুরীর সুবিধা দিতে চায় ইউএই-র কর্তৃপক্ষ।

Comments
Loading...