শুটিং সেটে কারিশমার সঙ্গে মারামারি নিয়ে যা বললেন রাভিনা

gbn

বলিউডের নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী রাভিনা টেন্ডন। সম্প্রতি ফারাহ খানের ইউটিউব শো-তে অংশ নেন তিনি। সেখানে তারা পুরনো স্মৃতি চারণার পাশাপাশি রান্নাও করেন। আলোচনার এক ফাঁকে উঠে আসে ১৯৯৪ সালের ছবি ‘আতিশ: ফিল দ্য ফায়ার’-এর শুটিংয়ের সময় কারিশমা কাপুরের সঙ্গে রাভিনার ঝগড়ার প্রসঙ্গ।

ফারাহ খান এর আগে দাবি করেছিলেন যে ‘আতিশ’ ছবির সেটে রাভিনা ও কারিশমার মধ্যে ঝগড়া হয়েছিল। সে সময় তিনি ছবির একটি গানের কোরিওগ্রাফি করছিলেন। ২০০৭ সালে ‘কফি উইথ করণ’-এ উপস্থিত হয়ে করণ জোহরের প্রশ্নের জবাবে ফারাহ বলেছিলেন, ‘দুই অভিনেত্রীকে আমি সবচেয়ে বাজে ঝগড়ায় দেখেছিলাম। তারা হলেন রাভিনা ও কারিশমা। ওরা একে অপরকে উইগ দিয়ে মারছিল।’

 

তিনি হাসতে হাসতে আরও বলেন, ‘ওরা এমন সব উইগ পরেছিল, যাতে বিনুনি আর মালা লাগানো ছিল। একজন মারছে, অন্যজন হিল দিয়ে পা মাড়াচ্ছে। পুরো ব্যাপারটা খুবই শিশুসুলভ ছিল। এখন ওরা নিশ্চয়ই এসব মনে করে হাসে।’

সেই প্রসঙ্গ টেনেই সম্প্রতি প্রচার হওয়া অনুষ্ঠানে রাভিনা সরাসরি ফারাহ খানকে কটাক্ষ করে বলেন, ‘সব জায়গায় তুমি গিয়ে বলছো যে আমার আর কারিশমার মধ্যে ঝগড়া হচ্ছিল। কোন ঝগড়া হচ্ছিল বলো তো?’

 

এতে ফারাহ খান রসিকতা করে বলেন, ‘সত্যি ছিল ওসব।’

তবে ফারাহ যতই বলেন রাভিনা জোর দিয়ে জানান, তাদের মধ্যে কোনও সমস্যা ছিল না। তিনি বলেন, ‘আমি তো কিছু করিনি। আমি আমার কাজ করছিলাম। আর যে ড্যান্সার বন্ধুরা ছিল তাদের সঙ্গে বসে একটু-আধটু নন-ভেজ জোকস বলছিলাম।’

এই সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওর মাধ্যমে আবারও আলোচনায় এসেছে বলিউডের নব্বই দশকের সেই ‘ক্যাটফাইট’-এর গুজব। তবে রাভিনা স্পষ্ট করেই জানিয়ে দিলেন তার দিক থেকে অন্তত কোনো ঝগড়া হয়নি।

 

 

 

তবে রাভিনা ও কারিশমার শুটিং সেটে ঝগড়ার গল্প কেবল ফারাহ খানই নন, শুনিয়েছেন আরও অনেকে। সে তালিকায় আছেন আমির খান। তিনি জানান, ‘আন্দাজ আপনা আপনা’ ছবির সেটেও মনোমালিন্য ছিল কারিশমা ও রাভিনার। তিনি বলেন, ‘রাভিনা ও কারিশমা সেসময় পরস্পরের সঙ্গে কথা বলতেন না। তারা একসঙ্গে শুট করতেও অস্বীকৃতি জানাতেন। আমি আর সালমান দারুণ সময় কাটিয়েছিলাম। কিন্তু ওদের সঙ্গে একসাথে কাজ করাটা খুব কঠিন ছিল। আমি ছিলাম একমাত্র অভিনেতা যে সময়মতো সেটে পৌঁছাতাম। কারিশমা এলে রাভিনা চলে যেত। আমি ভাবতাম, এই ছবিটা শেষ হবে কীভাবে! একসাথে শুট করাই যাচ্ছিল না। খুব কষ্ট করে ওই ছবি তৈরি হয়েছিল।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন