Bangla Newspaper

‘বীর’ ছবির শুটিংয়ের আগেই শাকিবের সিনেমার হল বুকিং

34

জিবি নিউজ24 ডেস্ক //

১০ জানুয়ারি শুরু হবে কাজী হায়াতের ‘বীর’ ছবির শুটিং। প্রথমবার শাকিব খান এই পরিচালকের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। এখনো নায়িকা চূড়ান্ত হয়নি। নতুন খবর হলো, শুটিংয়ের আগেই শুরু হয়েছে ছবিটির হল বুকিং। যশোরের মণিহার, সিরাজগঞ্জের সাগরিকা, চট্টগ্রামের সিনেমাপ্লেক্স, শেরপুরের সত্যবতী, সিলেটের বিজিবির মতো বড় হলগুলো এরই মধ্যে ছবিটির জন্য অগ্রিম টাকা দিয়েছে, জানালেন প্রযোজক ইকবাল হোসেন জয়।

কাজী হায়াতও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রায় পাঁচ বছর পর পরিচালনায় ফিরছি। দীর্ঘ অনুপস্থিতির পরও হল মালিকরা আমার ছবির প্রতি আগ্রহ দেখিয়েছেন। উৎসাহ দেওয়ার জন্য অগ্রিম বুকিংও করেছেন। তাঁদের বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে কথা দিচ্ছি, শাকিব খানকে নিয়ে ব্যতিক্রমী ছবি উপহার দেব।’

কথা হয় মণিহার হলের প্রতিনিধি আলী আকবরের সঙ্গে। তিনি বলেন, ‘ছবিটির সহপ্রযোজক শাকিব খান। তাঁর তত্ত্বাবধানে নির্মিত হবে ছবিটি। তা ছাড়া কাজী হায়াতের মতো গুণী পরিচালকও আছেন। তাই সাত পাঁচ না ভেবে আমরা ছবিটি নিয়েছি।’

নতুন ছবি মুক্তি পেলে সাগরিকায় এখনো দর্শকের উপচে পড়া ভিড় দেখা যায়। হলটির প্রতিনিধি সাইফুল ইসলাম বলেন, ‘হল চালানোর জন্য বছরে শাকিবের অন্তত ছয়টি ছবি দরকার। কিন্তু শাকিবের হাতে আছে তিন-চারটা ছবি। তাই আগেভাগেই বুকিং করে রাখা নিরাপদ মনে করেছি। তা ছাড়া কাজী হায়াতের সঙ্গে প্রথম কাজ করতে যাচ্ছেন শাকিব। অন্য রকম কিছু হবে—এমনটা আশা করাই যায়।’

Comments
Loading...