পেলে-রোনালদিনহো ও নেইমারকে নিয়ে নেটফ্লিক্সের চমক

gbn

নেটফ্লিক্স ব্রাজিল নতুন ১০টি বিশাল প্রজেক্টের ঘোষণা দিয়েছে। সেখানে ফুটবল কিংবদন্তি পেলেসহ ৭০ সালের বিশ্বকাপ দল, রোনালদিনহো, নেইমার, ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বড় তেজস্ক্রিয় দুর্ঘটনা, ভয়ঙ্কর খুন, হরর সিনেমা এবং জনপ্রিয় সিরিজ ‘সিন্তোনিয়া’র সিনেমা স্পিন-অফ পর্যন্ত জায়গা পেয়েছে।

প্রসিদ্ধ নির্মাতা ফের্নান্দো কোইমব্র, প্রযোজনা প্রতিষ্ঠান গুলানে, ও-টু ফিল্মস এবং বুটিক ফিল্মসের মতো ব্রাজিলের শীর্ষস্থানীয় নির্মাতারা এসব প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছেন।

 

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাজার হিসেবে ব্রাজিলে নেটফ্লিক্সের ২ কোটির বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তবে নতুন কনটেন্টের মাধ্যমে স্থানীয় দর্শকদের জন্যই নয়, আন্তর্জাতিক দর্শকদের কাছেও ব্রাজিলের গল্প ছড়িয়ে দিতে চায় তারা।

ফুটবল নিয়ে বিশেষ আয়োজন

নেটফ্লিক্সের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্টগুলোর একটি হতে যাচ্ছে ‘ব্রাজিল ৭০ - আসাগা দু ত্রি’। এটি ব্রাজিলের ১৯৭০ সালের বিশ্বকাপ জয়ী দলের গল্প নিয়ে তৈরি একটি হাই-টেক ফিকশন সিরিজ। পেলেকে ঘিরে ঐতিহাসিক ম্যাচগুলোতে ভিএফএক্স ও আর্কাইভ ফুটেজ মিলিয়ে বাস্তবধর্মী রূপায়ন ঘটানো হবে।

 

রোনালদিনহোর জীবনের হাস্যরসাত্মক ও অজানা গল্প নিয়ে আসছে একটি বায়ো-ডক। এতে পাওয়া যাবে এক্সক্লুসিভ সাক্ষাৎকার ও ভিডিও। অন্যদিকে নেইমারকে নিয়ে নির্মিত হচ্ছে নতুন ডকুমেন্টারি। সেখানে দেখা যাবে কীভাবে তিনি আবার ফিরে যাচ্ছেন নিজের শুরুর ক্লাব সান্তোসে, ক্লাবকে পুরনো গৌরব ফিরিয়ে দিতে।

পেলে-রোনালদিনহো ও নেইমারকে নিয়ে নেটফ্লিক্সের চমক

এছাড়াও সাও পাওলোর প্রান্তিক এলাকার তিন বন্ধুকে ঘিরে তৈরি হওয়া সিরিজ ‘সিন্তোনিয়া’ তৈরি হচ্ছে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা। পরিচালনায় আছেন জনি আরাউজো, প্রযোজনায় গুলানে। ‘এমেরজেনসিয়া রাদিয়াকতিভা’ শিরোনামের একটি মিনিসিরিজে তুলে ধরা হবে ১৯৮৭ সালের গোইয়ানিয়ার তেজস্ক্রিয় দুর্ঘটনা, যা ইতিহাসে সবচেয়ে বড় অ-নিউক্লিয়ার প্লান্ট বিস্ফোরণ হিসেবে চিহ্নিত।

 

আবার এলিজে মাতসুনাগার স্বামীকে খুন ও শরীর বিচ্ছিন্ন করার সত্য কাহিনি নিয়ে তৈরি হচ্ছে ‘উমা গারোতা দে ক্লাসে’ নামের একটি থ্রিলারধর্মী চলচ্চিত্র। ‘ফাজেনদা কলোনিয়াল’ শিরোনামের হরর ছবিতে দেখানো হবে পুরনো খামারে বেড়াতে গিয়ে অতীতের ভয়াবহতার মুখোমুখি হয় একদল তরুণ-তরুণী। নির্মাতারা জানিয়েছেন, এটি হবে ব্রাজিলের সামাজিক ইতিহাস ও বর্ণবৈষম্যের বিষয়গুলোকে হরর গল্পের মোড়কে উপস্থাপন করার এক অভিনব প্রচেষ্টা।

এছাড়া, ‘মারচা দাস ওনসাস’ নামের ডকুমেন্টারিতে দেখা যাবে পানতানালের তিনটি জাগুয়ারের জীবন সংগ্রাম ও সংরক্ষণের গুরুত্ব।

রিয়েলিটি শোতেও বৈচিত্র্য আনবে ব্রাজিল। ‘মেউ নামোরাদো কোরেয়ানো’ নামের নতুন রিয়েলিটি শোতে পাঁচ ব্রাজিলীয় তরুণী গিয়েছেন দক্ষিণ কোরিয়ায় প্রেম খুঁজতে। এছাড়া ‘স্ট্র্যান্ডেড উইথ মাই মাদার ইন ল’ শোয়ের তৃতীয় সিজনের কাজ শেষ হয়েছে।

 

 

 

নেটফ্লিক্স ব্রাজিলের প্রধান হিগিয়া ইকেদা বলেন, ‘আমরা শুধু বিনোদনের পরিধি বাড়াচ্ছি না বরং ব্রাজিলের গল্প বলার শক্তিকে বিশ্বের সামনে তুলে ধরতে চাইছি।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন