এবার ‘রাজা শিবাজি’ হয়ে আসছেন রিতেশ, বিশ্বজুড়ে মুক্তি

gbn

চলতি বছর বলিউডের বক্স অফিস মাতিয়েছে ‘ছাবা’ সিনেমা। এতে মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় শাসক সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা পেয়েছেন ভিকি কৌশল। এবার সম্ভাজির বাবা রাজা শিবাজিকে নিয়ে সিনেমা তৈরি হচ্ছে। বিগ বাজেটের সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করবেন রিতেশ দেশমুখ।

ভারতের অন্যতম বৃহৎ স্টুডিও জিও স্টুডিওস এবং মুম্বাই ফিল্ম কোম্পানি ছবিটির ঘোষণা দিয়েছে। আগামী বছরের মহারাষ্ট্র দিবসে (১ মে) বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘রাজা শিবাজি’ নামের একটি ঐতিহাসিক অ্যাকশন মহাকাব্যিক সিনেমাটি। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনাও করবেন রিতেশ।

 

এরইমধ্যে বর্ণাঢ্য এক স্টারকাস্ট নিয়ে ছবিটির শুটিং শুরু হয়েছে। বর্তমানে মুম্বাই ও মহারাষ্ট্রের ওয়াই অঞ্চলে চলছে ছবির শুটিং।

এই ছবিটি একযোগে মারাঠি, হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালম ভাষায় মুক্তি পাবে। ভারতবর্ষের অন্যতম শ্রদ্ধেয় বীর ছত্রপতি শিবাজি মহারাজের জীবনগাথা স্থানীয় ও আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছানোর লক্ষেই সিনেমাটি বহু ভাষায় মুক্তি দেয়া হবে।

 

‘রাজা শিবাজি’ চিত্রায়িত করবে কিশোর শিবাজি ভোঁসলে কিভাবে সমসাময়িক সাম্রাজ্যগুলোর বিরুদ্ধে বিদ্রোহ করে মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং ‘স্বরাজ্য’ বা আত্মনিয়ন্ত্রণের স্বপ্ন বপন করেন তার নাটকীয় ইতিহাস।

ছবিটিতে রিতেশ ছাড়াও অভিনয় করছেন সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, মহেশ মাঞ্জরেকর, সচিন খেডেকর, ভাগ্যশ্রী, ফরদিন খান, জিতেন্দ্র যোশী এবং আমোল গুপ্তের মতো হিন্দি সিনেমার রথি মহারথিরা। এর প্রযোজক হিসেবে যুক্ত রিতেশের স্ত্রী জেনেলিয়াও একটি গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করেছেন। ধারণা করা হচ্ছে, শিবাজির স্ত্রীর চরিত্রেই হাজির হবেন জেনেলিয়া।

ছবির সংগীত পরিচালনা করবেন অজয়-অতুল।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন