Bangla Newspaper

ইনস্টাগ্রামে নিজের নতুন লুকের এই ছবি শেয়ার করলেন ক্যাটরিনা কাইফ

36

জিবি নিউজ24 ডেস্ক //

নায়ক-নায়িকাদের ইনস্টাগ্রাম থেকে তাঁদের জীবনের খোঁজ খবর নেন ফ্যানেরা। অভিনেতারাও ফ্যানেদের নিরাশ না করতে সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের নানা টুকরো ছবি শেয়ার করতে থাকেন। এমনই সোশ্যাল তারকা হলেন ক্যাটরিনা কাইফ।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের নতুন লুকের এই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। এটি সালমান খানের সঙ্গে তাঁর আগামী ছবি ‘ভারত’-এর লুক। লাল বসন আর কোঁকড়ানো চুলে এমন ভাবে প্রথম বার নায়িকাকে দেখতে পেয়েছেন তাঁর ফ্যানেরা। আর ছবি নিমেষে হয়েছে ভাইরাল।

ক্যাপশনে অবশ্য ডান্সিং ইমোজি ছাড়া আর কিছুই লেখেননি নায়িকা। তবে কি বাকিটা ফ্যানেদেরই অনুমান করতে বলছেন তিনি?

মাত্র চার ঘণ্টায় এই ছবি ৬ লাখ লাইক পেয়েছে। ভাবতে পারেন!

শনিবার থেকে নয়াদিল্লিতে সালমানের সঙ্গা ভারত-এর শ্যুটিং করছেন ক্যাটরিনা। পোশাক ডিজাইনার অ্যাশলে রেবেলো ইন্সটাগ্রামে সালমানের এই ছবিটি শেয়ার করেছেন। একই সঙ্গে ক্যাটও তাঁর আরেকটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

১৯৬০-এর পটভূমিকে কেন্দ্র করে বর্তমান সময় পর্যন্ত একটি সার্কাস ড্রামা তৈরি করছেন পরিচালক আলি আব্বাস জাফর। ছবিতে একজন নির্ভীক স্টান্টম্যানের চরিত্রে দেখা যাবে সালমানকে। ছবির প্রথম এই পোস্টারও শেয়ার করেছেন পরিচালক। ছবিতে দেখা যাবে টাবু, নোরা ফতেহি, সুনীল গ্রোভারকে। রয়েছেন দিশা পাটানি ও বরুণ ধাওয়ানও।

Comments
Loading...