শহীদুল আলমের বিরুদ্ধে লন্ডনে ডেমোক্রেটিক রাইটস ইন্টারন্যাশনাল এর প্রতিবাদ সমাবেশ

gbn


লন্ডনের হাউজ অব কমন্সে , আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফটোগ্রাফার শহীদুল  আলমের বিরুদ্ধে ১৯ মে সন্ধ্যায় লন্ডনের হাউজ অব কমনন্সের সামনে , ডেমোক্রেটিক রাইটস ইন্টারন্যাশনাল নামের একটি সংগঠনের  উদ্যেগে,প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় গত ১৬ তারিখ থেকে লন্ডনের তিনটি ভ্যানুতে শহীদুল আলমের
পোস্ট রেভ্যুলেশন বাংলাদেশ  শিরোনামে   বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে তৈরী তথ্যচিত্র প্রদর্শনী  ও প্যানেল ডিসকাসন শুরু হয়েছে। ১৯ মে ব্রিটিশ পার্লামেন্টে  তার সিনেমা দীপক কুমার গোস্বামী  স্পিকিং ও আপরাইজিং বাংলাদেশী উইমেন  নামে দুইটি সিনেমা প্রদর্শনী ছিল , লেবার পার্টি থেকে বহিষ্কৃত বাঙালি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আপসানা বেগম এর আমন্ত্রণে সটআলোচনায় অংশ নেন শহিদুল আলম, নয়নিকা মুখার্জী ,ফারুক ডোন্ডি, ও নওশীন নূর।

প্রতিবাদকারীরা দাবী করেন ফটোগ্রাফার এ‍্যাক্টিভিস্ট শহীদুল আলম আন্তর্জাতিক মহলে জুলাই সন্ত্রাসকে ন‍্যায‍্যতা দিতেই, ড: ইউনুসের ম্যাটিকুলাস প্ল্যানের অংশ হিসাবে, তিনদিন ব‍্যাপী জুলাই বিপ্লবের মাহাত্ম ও আওয়ামী সন্ত্রাসবাদ বিষয়ক ডকুমেন্টারী প্রদর্শন, এবং আলোচনার আয়োজন করেছে। গত ১৬ তারিখ থেকে শুরু হয়ে আগামী ২০ তারিখ অব্দি এই আয়োজন চলবে। এই পুরো আয়োজন মানবাধিকার লঙ্ঘনের আলোকে বিশ্বমঞ্চে  মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে  অপরাধী প্রমাণের অত‍্যন্ত চতুর  প্রচেষ্টা। অথচ জুলাই পরবর্তী সময়ে দেশব‍্যপী হত‍্যা, ধর্ষণ, অত‍্যাচার, গ্রেফতার, বাক স্বাধীনতা ও প্রেস স্বাধীনতার  উপর নিষেধাজ্ঞাসহ একের পর এক যে মানবাধিকার লঙ্ঘনের মহোৎসব চলছে তা সম্পূর্ণ গোপন শুধু নয়, সেসবকেই আওয়ামী লীগের মিথ‍্যাচার হিসেবেই প্রকাশ করছে এই দেশদ্রোহী চক্র।
এই অবস্থার প্রেক্ষিতে আমরা সমন্বিত প্রবাসী বাঙালী পরিচয়ে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি  আন্তর্জাতিক মহলে জানাতে এখানে সমবেত হয়েছি।
আন্তর্জাতিক মহলে শহীদুল আলমদের মিথ‍্যাচারের বিপরীতে  আমাদের এই প্রতিবাদ।বাংলাদেশে  চলমান ধর্মীয় জঙ্গিবাদের উত্থান, নারী নির্যাতন,  সংখ্যালঘু নির্যাতন, মব কিলিং সহ নানা সংবাদ শিরোনামের  প্ল্যাকার্ড  ফেস্টুন ব্যানার নিয়ে সেখানে সমবেত হন।সংগঠনের পক্ষে ,সেখানে উপস্থিত ছিলে মোঃ শাহাদাত হোসেন ,মোঃ মামুন রশিদ,সুফিয়ান আহমেদ ,মোস্তাফিজুর রহমান সোহাগ ,মিঠুন শীল,মোঃ গাজিউর রহমান ,জাবির আহমেদ ,ফজলে রাব্বি স্মরণ,মোহাম্মদ আব্দুর রব,মোঃ নুরুল আমিন লিপু, ঈশা খান রাশেদ,জামাল আহমেদ  খান,কাওছার চৌধুরী,ফয়েজ খান তৌহিদ সহ অনেকে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন