চাঁপাইনবাবগঞ্জে দরিদ্রদের জন্য সরকারী আইনী সেবার সাফল্য প্রচারে কর্মশালা

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: উন্নয়নের অগ্রযাত্রায় সরকারি আইনি সেবার সাফল্য প্রচার ও প্রসারে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কর্মশালা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শুক্রবার (৩০’নভেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা। কর্মশালায় জেলার আইনি সেবার বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলা লিগ্যাল এইড অফিসার জাহিদুল ইসলাম। অসহায় দরিদ্র মানুষদের কাছে সরকারের আইনী সহয়তার বিষয়ে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উঁরাও,জেলা তথ্য অফিসার ওয়াহেদুজ্জামান,শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ড.কেরামত আলী, জেষ্ঠ্য সাংবাদিক মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন প্রমুখ। কর্মশালায় জানানো হয়, সরকার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে দরিদ্র মানুষদের মামলা সরকারী খরচে চালানো শুরু করে ২০০০ সাল থেকে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় গত ২০১৬-১৮ এই ৩ বছরে ১ হাজার ৯টি মামলা লিগ্যাল এইড অফিসে নেয়া হয়েছে। এর মধ্যে নিস্পত্তি হয়েছে ৭৯০টি । এতে সরকারের খরচ হয়েছে প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা। কর্মশালার সভাপতি ও লিগ্যাল এইড অফিসার জেলায় লিগ্যাল এইড অফিসের মাধ্যমে দরিদ্র লোকজনকে আইনী সহায়তার বিষয়টি প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান। ##