লন্ডন,
গতকাল লেক ভিউ ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় রাত ৯ টায় পিঙ্ক লেমিনেট এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ক্লাবের সকল খেলোয়াড়, কর্মকর্তা এবং পৃষ্ঠপোষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও, ক্রিকেটপ্রেমী দর্শক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
তরুণ উদীয়মান ক্রিকেটার তানভীর আহমেদ এর প্রাণবন্ত সঞ্চালনায় ক্লাবের গর্বিত মালিক জুলফিকার সাঈদ জুনেল তাঁর স্বাগত বক্তব্যে ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং নতুন জার্সির তাৎপর্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, এই জার্সি আমাদের দলের ঐক্য ও সংকল্পের প্রতীক। আমরা আশা করি, এই জার্সি গায়ে খেলোয়াড়রা মাঠে আরও ভালো পারফর্ম করবে এবং ক্লাবের জন্য সম্মান বয়ে আনবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম ইউকে সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ করিম ছায়েম, প্রধান পৃষ্ঠপোষক ব্ল্যাক রক ইনবেস্টমেন্ট এর মালিক আমরু গোলাম, আলি আল সাদি লাউজাওয়াব এর মানক ইরফান হোসেন ক্লাবের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন এবং খেলোয়াড়দের শুভকামনা জানান।
খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে এক আনন্দমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। জার্সি উন্মোচনের পর খেলোয়াড়রা নতুন জার্সি পরিধান করে ফটোসেশনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য সুস্বাদু খাবারের ব্যবস্থাও ছিল।
সমগ্র অনুষ্ঠানটি লেক ভিউ ক্রিকেট ক্লাবের কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় সফলভাবে সম্পন্ন হয়। এই জার্সি উন্মোচন অনুষ্ঠান দলের মনোবল বৃদ্ধিতে এবং নতুন উদ্দীপনা সৃষ্টিতে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন