লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান

gbn

১৯৯৫ সালের কালজয়ী রোমান্টিক সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (ডিডিএলজে) মঞ্চনাট্য হিসেবে প্রদর্শিত হতে যাচ্ছে ব্রিটেনে। ম্যানচেস্টার অপেরা হাউসে ২৯ মে থেকে ২১ জুন পর্যন্ত মঞ্চস্থ হবে নাটকটি। তারই মহড় চলছে লন্ডনে। মিউজিক্যাল এই নাটকটির নাম রাখা হয়েছে ‘কাম ফল ইন লাভ - দ্য ডিডিএলজে মিউজিক্যাল’।

বলিউড সুপারস্টার শাহরুখ খান সম্প্রতি হঠাৎ করে হাজির হয়ে যান সেই মহড়ায়। তাকে দেখে চমকে যান শিল্পীরা।

 

এই মিউজিক্যালটি পরিচালনা করছেন মূল সিনেমার পরিচালক আদিত্য চোপড়া। মঞ্চনাট্যে নতুন করে কল্পনা করা হয়েছে রাজ ও সিমরানের প্রেমগাথা। সেখানে সিমরান চরিত্রে অভিনয় করছেন জেনা পান্ড্য এবং রাজ চরিত্রে অ্যাশলে ডে।

শাহরুখকে দেখে জেনা পান্ড্য বলেন, ‘শাহরুখ খানের সঙ্গে দেখা হওয়া এবং রিহার্সাল রুমে তাকে পেয়ে আমরা সম্মানিত। তিনি আমাদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন। অনুপ্রাণিত করলেন।’

 

অ্যাশলে ডে বলেন, ‘ওই মুহূর্তটা এমন এক অভিজ্ঞতা যা কোনো শব্দে বোঝানো যায় না। আমাদের কথাবার্তা ছিল
যেন এক রাজ থেকে আরেক রাজের মধ্যে প্রবেশ করা হচ্ছে। উনি খুব খুশি ছিলেন। আমিও আনন্দিত।’

এই প্রযোজনার জন্য নতুন করে তৈরি হয়েছে ১৮টি ইংরেজি গান। সেগুলো সুর করেছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক জুটি বিশাল-শেখর। বিশাল জানান, গানগুলোর সুর, কণ্ঠ এবং পারফরম্যান্স দারুণ পছন্দ করেছেন শাহরুখ। শেখর বলেন, ‘মূল রাজের সঙ্গে দেখা হওয়া ছিল আমাদের পুরো দলের জন্য আনন্দের মুহূর্ত।’

উল্লেখ্য, ২০২২ সালে যুক্তরাষ্ট্রের সান ডিয়াগোতে দ্য ওল্ড গ্লোব-এ এই মিউজিক্যালের বিশ্ব প্রিমিয়ার হয়। এতে গান ও গীত রচনা করেছেন নেল বেঞ্জামিন। কোরিওগ্রাফি করেছেন টনি অ্যাওয়ার্ড জয়ী রব অ্যাশফোর্ড এবং ভারতীয় নাচের কোরিওগ্রাফি করেছেন শ্রুতি মারচেন্ট।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন