বলিউডের ইতিহাসে দুটি আইকনিক সিনেমা ‘থ্রি ইডিয়টস’ (২০০৯) এবং ‘পিকে’ (২০১৪)। এর পর দীর্ঘ ১১ বছর হয়ে গেছে একসঙ্গে কাজ করেননি বরেণ্য নির্মাতা রাজকুমার হিরানি ও বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। দর্শকের এই সুপারজুটিকে একসঙ্গে দেখার অপেক্ষা বোধহয় শেষ হতে চললো।
আবারও হিরানির সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আমির খান। সূত্র জানাচ্ছে, ইতিমধ্যে তৃতীয় প্রজেক্ট নিয়ে তাদের মধ্যে আলোচনা বেশ এগিয়েছে।
পরিচালক হিরানি এই প্রজেক্টের জন্য তিনটি গল্প ভাবছিলেন। শেষমেশ একটি নির্দিষ্ট কনসেপ্টের দিকেই এগোচ্ছেন তিনি। সেই গল্প আমিরের সঙ্গে ভাগ করে নেন এবং আমিরও গল্পটি শুনে বেশ আগ্রহ দেখিয়েছেন। দুজনেই মৌখিকভাবে সম্মত হয়েছেন যে এই সিনেমাটি নিয়ে তারা কাজ করবেন। ধারণা করা হচ্ছে ছবিটির শুটিং ২০২৬ সালে শুরু হবে।
ছবিটি হবে জীবনের খুবই সাধারণ, দৈনন্দিন ঘটনাগুলোকে বাস্তব ও স্বাভাবিকভাবে তুলে ধরার গল্পে। এতে নাটকীয়তা, ছোট ছোট অনুভূতি, সম্পর্ক, আনন্দ-বেদনা আর জীবনের খুঁটিনাটি বাস্তবতা উঠে আসবে। ছবিতে
থাকবে হাস্যরস ও অনুপ্রেরণার উপাদান।
আমির খান এই চরিত্রটি নিয়ে দারুণ উৎসাহী। কারণ এটি তাকে অভিনয়ের নতুন জায়গায় নিয়ে যাবে। এখনই যদিও বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে চূড়ান্ত সিদ্ধান্তটি নেওয়া হবে ‘সিতারে জমিন পার’ ছবির মুক্তির পর।
এই প্রজেক্টের পাশাপাশি রাজকুমার হিরানি পৃথকভাবে রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গেও কাজের কথা ভাবছিলেন। কিন্তু সময়সূচির মিল না হওয়ায় আপাতত সেই পরিকল্পনা স্থগিত রাখা হয়েছে। তবে পরিচালক জানিয়েছেন, ভবিষ্যতে রণবীর ও ভিকির সঙ্গে আলাদা আলাদা ছবি নির্মাণের ইচ্ছা তার রয়েছে।
এদিকে আমির খান বর্তমানে পুরোপুরি ব্যস্ত ‘সিতারে জমিন পার’ ছবির প্রচারণায়। ২০২৫ সালের ২০ জুন মুক্তি পাবে এই ছবি। এতে আমিরের বিপরীতে দেখা যাবে জেনেলিয়া দেশমুখকে। এরপর একটি ছোট বাজেটের ছবি করার কথা রয়েছে আমিরের। এছাড়াও তিনি লোকেশ কানাগরাজের পরিচালনায় একটি সুপারহিরো ফিল্ম, কিশোর কুমারের বায়োপিক এবং রাজকুমার সন্তোষীর সঙ্গে দুটি কমেডি ছবির কথাও বিবেচনা করছেন।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন