মহাসড়ক ব্লকেড নয়, জেলায় জেলায় স্বতঃস্ফূর্ত জমায়েত করুন: হাসনাত

gbn

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে আজ (শনিবার) বিকেলে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঢাকার সঙ্গে মিল রেখে জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ স্পটগুলোতেও গণজমায়েত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তবে এ গণজমায়েত কর্মসূচি করতে ঢাকা কিংবা সারাদেশের কোনো মহাসড়কে যাতে ব্লকেড না করা হয়, সেদিকে নজর রাখতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

 

শুক্রবার (৯ মে) রাত পৌনে ১১টার দিকে শাহবাগে সংবাদ সম্মেলন থেকে সারাদেশে গণজমায়াতের ঘোষণা দেন তিনি। এরপর দিনগত রাত সাড়ে ৩টার দিকে ফেসবুকে পোস্ট দিয়ে গণজমায়েতকালে মহাসড়ক যাতে ব্লকেড করা না হয় সেদিকে নজর রাখার অনুরোধ করেন হাসনাত।

হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন, ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন।

 

আওয়ামী লীগ ও এর সব সহযোগী সংগঠন নিষিদ্ধসহ তিন দফা দাবিতে শুক্রবার বিকেল থেকে শাহবাগ ব্লকেড কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। রাতভর এই কর্মসূচি চলে। আজ শনিবার (১০ মে) সকাল থেকেও টানা এ কর্মসূচি।

এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (৭ মে) রাত ১০টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন হাসনাত আব্দুল্লাহ। পরে সেখানে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ দলটির শীর্ষ নেতারা।

এছাড়া জামায়াত, ছাত্রশিবির, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা হাসনাত আব্দুল্লার ডাকে সাড়া দিয়ে রাতেই যমুনার সামনে যান। পরে শুক্রবার দুপুরে যমুনা সংলগ্ন এলাকায় মঞ্চ বানিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।

 

আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি-

১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।

২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে।

 

 

 

৩. জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন